নিউজপলিটিক্স

ভারত হবে আমেরিকার মত, পাকিস্তানকে কটাক্ষ ফিরহাদের

Advertisement
Advertisement

গত রবিবার নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বারুইপুরে অমৃতলাল কলেজ মাঠে ছিল জনসভা। সেখানে পুরমন্ত্রী বলেন, “ভারত হবে আমেরিকার মত, পাকিস্তান শেষ হয়ে গিয়েছে।” এই বক্তব্যের মধ্যে দিয়ে কয়েক হাজার জনতা করতালির মাধ্যমে স্বাগত জানান। এরপর তিনি আরও বলেন, বিজেপি শুধু কথায় কথায় পাকিস্তানের উদাহরণ দেয়। পাকিস্তান ধর্মের বিভেদে শেষ হয়ে গিয়েছে। পাকিস্তান না থাকলে বিজপিও থাকবে না। ভারত পাকিস্তানের মতো হবে না। ভারত হবে জাপানের মতো, বা জার্মানির মতো বা আমেরিকার মত।

Advertisement
Advertisement

এই সভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যও তার বক্তব্য রাখেন এবং বিজেপিকে আরও একবার কটাক্ষ করেন। ২০১৬ সালের শেষ বিধানসভা ভোটের পর ফিরহাদ হাকিম গার্ডেন রিচকে মিনি পাকিস্তান বলায় শোরগোল পড়ে গিয়েছিল। তারপর তার এই ১৮০ ডিগ্রি ঘুরে এমন বক্তব্যের পর বিশেষজ্ঞরা কি বলছে সেটাই দেখার।

Advertisement

আরও পড়ুন : সামনেই মাধ্যমিক, টালা ব্রিজের ভোগান্তি এড়াতে ব্যবস্থা নিল প্রশাসন

Advertisement
Advertisement

প্রসঙ্গত, রবিবার ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন, ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে মানুষকে বোকা বানানো যাবেনা। মানুষ দীর্ঘদিন বোকা বনে ললিপপ চুষবে না। এর মাধ্যমে তিনি আরও একবার স্পষ্ট করে দিলেন, নয়া নাগরিকত্ব আইন কিছুতেই লাগু হবে না পশ্চিমবঙ্গে।

Advertisement

Related Articles

Back to top button