ক্রিকেটখেলা

IND vs SA : দক্ষিণ আফ্রিকা সিরিজে দল থেকে বাদ পড়তে পারেন এই চার ক্রিকেটার

Advertisement
Advertisement

আগামী ১২ই মার্চ থেকে ভারতে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যের একদিনের সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি ১২ই মার্চ। সদ্য নিউজিল্যান্ড থেকে সিরিজ শেষ করে ফিরছে ভারত, এর মধ্যেই আবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে তারা। নিউজিল্যান্ড সফরে সুযোগ পাওয়া এমন বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে বাদ যেতে পারেন। তাদের জায়গায় আসতে পারেন বেশ কয়েকজন নতুন মুখ। একনজরে দেখে নেওয়া যাক কারা এই সিরিজে ফিরতে পারেন দলে এবং করা বাদ যেতে পারেন।

Advertisement
Advertisement

১. শুভমান গিল: ২০১৯ এর জানুয়ারিটে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া শুভমান গিল ঘরোয়া ক্রিকেটে এবং ভারতীয় এ দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও তিনি ছিলেন, কিন্তু সুযোগ পাননি। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেতে পারেন তিনি। বিরাট কোহলি তার নিজের ব্যাকআপের জন্যে শুভমান কে দলে নিতে পারেন।

Advertisement

২. সূর্যকুমার যাদব: ঘরোয়া ক্রিকেট, ইন্ডিয়া এ দলের হয়ে দুধর্ষ ফর্মে আছেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। ভারতীয় দলে এখনো ডাক পাননি। তবে দক্ষিণ আফ্রিকার সাথে এই ঘরোয়া সিরিজে তিনি ডাক পেতে পারেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন : শহরে পা রাখলেন মাহি, চেন্নাইতে জমকালো সম্বর্ধনা প্রদান, দেখুন ভিডিও

৩. শাহবাজ নাদিম: ভারতের হয়ে একটি টেস্ট খেলে চার উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকে আর দলে ডাক পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরোয়া সিরিজে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঘরোয়া ক্রিকেটে বিগত কয়েক সিজন প্রচুর উইকেট নিয়েছেন তিনি।

৪. সঞ্জু স্যামসন: জাতীয় দলে বেশ কয়েকটি সুযোগ পেলেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হলেও এখনো পর্যন্ত দলে জায়গা পাকা করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি সুযোগ পেতে পারেন।

৫. রাহুল চাহার: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই স্পিনার। সেখানে একটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি সুযোগ পেতে পারেন তিনিও।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে হারের পর মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

দল থেকে বাদ পড়তে পারেন যারা:

১. ময়ঙ্ক আগরওয়াল: নিউজিল্যান্ড সিরিজে ওপেনার রোহিত শর্মা ছিটকে যাওয়ায় ওয়ানডেতে ওপেন করার সুযোগ পেয়েছিলেন। তিন ইনিংসে করেন ৩৬ রান। তাকে বাদ দেওয়া হতে পারে দল থেকে। চোট সারিয়ে রোহিত শর্মা ফিরতে পারেন তার জায়গায়।

২. কেদার যাদব: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন ৩৪ বছর বয়সী কেদার যাদব। শেষ ওয়ানডে ম্যাচে তার জায়গায় ব্যাট করেন মনীশ পান্ডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরোয়া সিরিজে তাই তার বড় পড়ার খুবই সম্ভাবনা আছে।

৩. শিবম দুবে: হার্দিক পান্ডিয়ার জায়গায় তাকে খেলানো হচ্ছিল। কিন্তু নিউজিল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েও চরম ব্যর্থ তিনি। তাই এই সিরিজে যে বাদ যাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। আর জায়গায় ফিট থাকলে হার্দিক পান্ডিয়াকে ফেরানো হতে পারে।

৪. শার্দূল ঠাকুর: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি। কিন্তু ওয়ানডেতে ব্যর্থ হন। ৮.৮৯ গড়ে রান দেন ওয়ানডেতে। তাই তাকে বাদ দেওয়া হতে পারে এই সিরিজে। নবদীপ সাইনি সুযোগ পেতে পারেন তার জায়গায়।

Advertisement

Related Articles

Back to top button