খেলাক্রিকেট

IND vs RSA: প্রোটিয়াদের বিরুদ্ধে এই ৫ ভারতীয় ক্রিকেটার ভারতকে জেতাতে পারে, এই ক্রিকেটার হবেন রোহিতের প্রধান অস্ত্র

আগামীকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে রোহিত শর্মার দল।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ পর্বে ইতিমধ্যে ভারত শক্তিশালী পাকিস্তান এবং নেদারল্যান্ডকে পরাজিত করে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে এখনো বেশ কয়েকটি পয়েন্ট সংগ্রহ করতে হবে টিম ইন্ডিয়াকে। সেই উদ্দেশ্যে আগামীকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে রোহিত শর্মার দল। আগামীকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এই পাঁচ জন ক্রিকেটার হবেন প্রধান অস্ত্র বলে মনে করছেন অধিনায়ক রোহিত শর্মা। চলুন দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায়-

Advertisement
Advertisement

৫. ভুবনেশ্বর কুমার: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছেন ডানহাতি এই পেসার। ইনিংসের শুরুতে তার বলে অস্বাভাবিক সুইং বিরোধী দলের ব্যাটসম্যানদের রীতিমতো দিশেহারা করে দেয়। যা ভারতের জন্য বিগত দুই ম্যাচে সুখবর বয়ে নিয়ে এসেছে। মনে করা হচ্ছে, আগামীকাল বল হাতে আবারও বিধ্বংসী হয়ে উঠবেন ভুবনেশ্বর কুমার।

Advertisement

Advertisement
Advertisement

৪. আরশদীপ সিং: বিশ্বকাপের শুরুতে তাকে নিয়ে সমালোচনা হলেও পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন বাঁ-হাতি এই পেসার। পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি যে ভারতের অন্যতম পথপ্রদর্শক হবেন তাতে সন্দেহ নেই।

৩. মোহাম্মদ সামি: জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন এই অভিজ্ঞ পেসার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বিগত দুটি ম্যাচে আগুন ঝরানো বোলিং করেছেন মোহাম্মদ সামি। তাই আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তার ওপর ভরসা রাখবে ভারতীয় দল।

২. সূর্য কুমার যাদব: ভারতের ৩৬০⁰ ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ব্যাট পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে জ্বলে উঠেছিল। সেই ম্যাচে মাত্র ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছিলেন সূর্য কুমার যাদব। মিডল অর্ডারে ব্যাটিং করতে এসে একাই প্রতিপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ব্যাট থেকে বিধ্বংসী ইনিংস উপহার পেতে পারে টিম ইন্ডিয়া।

১. বিরাট কোহলি: দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে ব্যাট হাতে নিয়মিত ব্যর্থ হয়েছেন ভারতের রান মেশিন। একাধিকবার দল থেকে অপ্রসারিত হয়েছেন তিনি। তবে এশিয়া কাপের পর থেকে ব্যাট হাতে ভয়ানক হয়ে উঠেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচেই দুটি অর্ধশত রানের (৮২*, ৬২*) ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাই আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাট থেকে লম্বা ইনিংস আশা করছেন রোহিত শর্মা।

Advertisement

Related Articles

Back to top button