খেলাক্রিকেট

IND vs ENG: হেরেও অধিনায়কের মন জয় করেছেন এই ক্রিকেটার, অকপটে স্বীকার করলেন রোহিত শর্মা

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৭ রানে হারের মুখে পড়ে টিম ইন্ডিয়া।

Advertisement
Advertisement

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৭ রানে হেরেছে ভারত। তবে পরাজয়ের পরেও এই ক্রিকেটারকে নিয়ে প্রশংসার সাগরে ভেসেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জিতেছে। ১৭ রানে পরাজয় ঘটলেও তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করে দলকে প্রায় জয় এনে দিয়েছিলেন।

Advertisement
Advertisement

ম্যাচের পর পুরো দলের প্রশংসা করেছেন রোহিত। তাছাড়া তিনি সূর্যকুমার যাদবের সাহসী ইনিংসের জন্য ভূয়সী প্রশংসা করছেন। রোহিত বলেন, ‘আমার মনে হয় এটা একটা দারুণ মোকাবেলা ছিল, যদিও আমরা অল্পের জন্য জয় থেকে পিছিয়ে থেকেছি। কিন্তু আমি আমার সাহসী দল নিয়ে আমি গর্বিত। সূর্যকে দেখে খুব ভালো লাগলো। বেশ কিছুদিন ধরে ওকে দেখছি। ও এই ফর্ম্যাটটি পছন্দ করে, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে তার শটগুলির বিস্তৃত পরিসর রয়েছে।’

Advertisement

রোহিত আরও বলেন, ‘সে তার ব্যাটিং দিয়ে ইংলিশ বাহিনীর উপর প্রত্যক্ষভাবে চাপের সৃষ্টি করেছিল। তবে আমাদের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপে ভাঙ্গন ধরায় শেষ রক্ষা হয়নি। কিন্তু ব্যাট হাতে সূর্য কুমার যাদব যে লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছেন তাতে নিঃসন্দেহে আমাদের দলের বাকি ক্রিকেটাররা উদ্বুদ্ধ হবেন। টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন আমাদের লক্ষ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়।’

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৭ রানে হারের মুখে পড়ে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২১৫ রান করেছিল, জবাবে টিম ইন্ডিয়া নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তবে এই ম্যাচে সূর্যকুমার যাদবের ১১৭ রানের ইনিংস রীতিমতো ইংলিশ বাহিনীর বিপক্ষে চাপের সৃষ্টি করতে সক্ষম হয়। গতকাল শেষ ম্যাচে পরাজিত হওয়ার শর্তেও এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে সিরিজ জয় করেছে।

Advertisement

Related Articles

Back to top button