খেলাক্রিকেট

সূর্য ঝড়ে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইন্দোরে বড় কীর্তি টিম ইন্ডিয়ার – IND Vs AUS

শুধু বিশাল রানের ব্যবধানে জয়লাভ করাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে ভারত।

×
Advertisement

কে এল রাহুলের নেতৃত্বে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় দল। গতকাল ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভের পাশাপাশি বিরাট কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় দল। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ওডিআই বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে বিশ্রামে পাঠানো হয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ সহ মোহাম্মদ সিরাজকে। ফলশ্রুতিতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব গিয়ে দাঁড়িয়েছিল কে এল রাহুলের কাঁধে।

Advertisements
Advertisement

গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। শুরুতে ঋতুরাজ গায়কোওয়াডের উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম ইন্ডিয়া। তবে শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের জোড়া শতকে শুরুতেই অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দেয় ভারত। এরপর অধিনায়ক কে এল রাহুল এবং বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ধ্বংসাত্মক অর্ধশত রানের ইনিংস অস্ট্রেলিয়ার জয়ের পথে শেষ পেরেকটি পুঁতে দেয়। প্রথমে ভারত ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

Advertisements

এদিকে ৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। পাশাপাশি বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি সমীকরণের দিক থেকে শুরুতেই হাতের বাইরে চলে যায় স্মিথদের। আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ ওভারে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৩১৭ রানে। আমরা আপনাদের বলি, বিশাল রানের এই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে ২১৭ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া। ফলশ্রুতিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে টিম ইন্ডিয়া।

Advertisements
Advertisement

শুধু বিশাল রানের ব্যবধানে জয়লাভ করাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান (৩৯৯) করেছে ভারত। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়া নিজেদের সর্বোচ্চ স্কোরটি (৩৮৩) করেছিল ২০১৩ সালে। এবার পুরাতন রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে তরুণ দল নিয়ে নয়া রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া।

Related Articles

Back to top button