খেলাক্রিকেট

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাদ পড়বেন ভারতের এই ৫ ক্রিকেটার, কোনো করুনা হবে না

মোহাম্মদ সিরাজকে সুযোগ দিতে মরিয়া হয়ে রয়েছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা।

×
Advertisement

আগামীকাল সকাল সাড়ে নটায় বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সমস্ত প্রকার সমীকরণ কষে ফেলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টেস্ট ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হবে তার ইঙ্গিত দিয়েছেন ইন্ডিয়ার ক্যাপ্টেন। সেখানে এমন পাঁচজন ক্রিকেটারকে দলের বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছে যে, তাদের দিকে করুণার দৃষ্টিপাত করবেন না রোহিত শর্মা।

Advertisements
Advertisement

আগামীকাল সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা একাধিক তারকা ক্রিকেটারকে দলের বাইরে রাখার পরিকল্পনা করেছেন। যেখানে পেস বোলার উমেশ যাদব, বাঁ-হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব, উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণ, সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এবং দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ভারতীয় পেসার জয়দেব উনাদকাটকে দলের বাইরে রাখার পরিকল্পনা করেছেন রোহিত শর্মা।

Advertisements

পাশাপাশি প্রথম টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের সাথে স্পিনার বিভাগে নেতৃত্ব দিতে দেখা যাবে চ্যাম্পিয়ন ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে। পাশাপাশি সদ্য বিবাহিত অক্ষর প্যাটেলকেও বল হাতে লড়াই করতে দেখা যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে, পেস বোলিংয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে মোহাম্মদ সামিকে। তাছাড়া মোহাম্মদ সিরাজকে সুযোগ দিতে মরিয়া হয়ে রয়েছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা।

Advertisements
Advertisement

এক নজরে দেখে নিন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ কেমন ভাবে সাজাতে পারেন অধিনায়ক – রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ।

Related Articles

Back to top button