Today Trending Newsক্রিকেটখেলা

IND vs NZ : রাহুলের শতরানে ভারতের স্কোর ২৯৬

Advertisement

মাউন্ট মাঙ্গানুইয়ে একদিনের সিরিজের তৃতীয় ও অন্তিম ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে মুখোমুখি ভারত। চোট সারিয়ে দলে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উলিয়ামসন এবং টসেও জিতেছেন তিনি। ভারতকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড দল। ভারতীয় দলে একটি এবং নিউজিল্যান্ড দলে দুটি করে পরিবর্তন হয়েছে। কেদার যাদব এর পরিবর্তে দলে এসেছেন মনীশ পান্ডে।

এদিনও ভারতীয় দলের শুরুটা একদম ভালো হয়নি। ৬২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর শ্রেয়স আইয়ারের সাথে জুটি বেঁধে কে এল রাহুল ভারতীয় দলের ক্ষত মেরামত করতে শুরু করেন। আইয়ার ৬২ রান করে সাজঘরে ফেরত গেল অনবদ্য একটি শতরান করেন রাহুল।

আরও পড়ুন : টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিশতরান করতে পারেন ভারতীয় এই ক্রিকেটার, জানালেন যুবরাজ

৯ টি চার ও ২ ছয়ের সাহায্যে ১১৩ বলে ১২২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া মনীশ পান্ডে ৪২ এবং পৃথ্বী শ ৪০ রান করেছেন। শেষ পর্যন্ত ভারত ৭ উইকেটের বিনিময়ে ২৯৬ রান তুলতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হামিশ বেনেট সর্বোচ্চ চারটি এবং জেমিসন ও নিশাম একটি করে উইকেট দখল করেছেন।

Related Articles

Back to top button