খেলাক্রিকেট

IND Vs SL: আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা, সম্ভাব্য একাদশ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে অনেক আগেই, তাই নিঃসন্দেহে ওডিআই সিরিজে ভারতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইবে টিম শ্রীলংকা।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে অনেক আগেই, তাই নিঃসন্দেহে ওডিআই সিরিজে ভারতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইবে টিম শ্রীলংকা। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে লঙ্কান বাহিনী। এদিকে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা সহ বিরাট কোহলি, কে এল রাহুল, মোহাম্মদ সামির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে ভারতের প্রথম একাদশে কারা সুযোগ পাবেন তা নিয়ে ইতিমধ্যে উঠেছে একাধিক প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ-

Advertisement
Advertisement

ওপেনিং জুটি: শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অবশ্যই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে লক্ষ্য করা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে। পাশাপাশি ব্যাট হাতে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ঈশান কিষান। তাই আজকের ম্যাচে ভারতীয় একাদশে তার জায়গা একপ্রকার নিশ্চিত।

Advertisement

মিডল অর্ডার: রোহিত শর্মার পাশাপাশি দলে প্রত্যাবর্তন করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং অর্ডারের তৃতীয় পজিশনে তার জায়গা নিশ্চিত। পাশাপাশি চতুর্থ বিকল্প হিসেবে দলে জায়গা পেতে পারেন শ্রেয়াস আইয়ার। এছাড়া পঞ্চম ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুলের পরিবর্তে জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব।

Advertisement
Advertisement

অলরাউন্ডার: শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করবেন হার্দিক পান্ডিয়া। সুতরাং দলে তার জায়গা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা অক্ষর প্যাটেলকে একাদশে সুযোগ দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

বোলার: আজ শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলে বোলিং বিভাগের নেতৃত্ব দিতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ সামি। পাশাপাশি দ্বিতীয় পেসার হিসেবে মোহাম্মদ সিরাজের দিকে লক্ষ্য রাখতে পারেন রোহিত শর্মা। তৃতীয় পেসার হিসেবে রোহিত শর্মা ভরসা করতে পারেন স্পিড স্টার উমরান মালিকের উপর।এছাড়া স্পিনার হিসেবে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন চায়না ম্যান কুলদীপ যাদব।

শ্রীলংকার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, উমরান মালিক, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ।

Advertisement

Related Articles

Back to top button