Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

Advertisement
Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের জাতীয় সংসদে গৃহীত প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ভারত। একইসঙ্গে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন বলে মনে করছে তারা। জম্মু ও কাশ্মীরের মানুষকে ভুল বোঝানো এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান, এমনই অভিযোগ ভারতের।

Advertisement
Advertisement

মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়ে গতকাল পাকিস্তানের জাতীয় সংসদে গৃহীত প্রস্তাব ভারতের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের প্রয়াস। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং সম্পূর্ণ রূপে তা প্রত্যাখ্যান করছি।’

Advertisement

আরও পড়ুন : ভুল বুঝিয়ে মুসলিমদের খেপিয়ে তুলছে কংগ্রেস, সাহস থাকলে প্রতিটি পাকিস্তানিকে ভারতীয় নাগরিকত্ব দিক

‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভুল বার্তা ছড়িয়ে দিতে পাকিস্তান এই মুখোশের আড়াল নিয়েছে। ওরা সীমান্তের এপারে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। ওদের প্রয়াস ব্যর্থ হবে।’ বিদেশমন্ত্রক সূত্রে এমনই জানানো হয়েছে।

Advertisement
Advertisement

দ্বিপাক্ষিক চুক্তির বিরুদ্ধে গিয়ে ভারত নাগরিকত্ব আইনে সংশোধন এনেছে, এমনই মনে করছে পাকিস্তানের জাতীয় সংসদ। ফলে, সংশোধিত নাগরিকত্ব আইন থেকে বিতর্কিত বিষয়গুলো বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তান।

Advertisement

Related Articles

Back to top button