ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মুকেশ আম্বানির নতুন ঘোষণা, পাড়ার সব ছোট মুদির দোকানও এবার অনলাইনে

Advertisement
Advertisement

সম্প্রতি রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় ‘জিও মার্ট’-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি৷ এর মাধ্যমে স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷ যার ফলে হাতের মুঠোয় আসতে চলেছে মুদিখানার দোকানগুলি। জিও মার্ট ও হোয়াটসঅ্যাপের এই যৌথ উদ্যোগে পাড়ার ছোট মুদিখানাগুলি খুবই উপকৃত হতে চলেছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, হকার এবং ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপকে কাজে লাগাবে ‘জিও মার্ট’৷ উল্লেখযোগ্য, বর্তমানে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি৷ তাদের মাধ্যমেই এবার স্থানীয় মুদির দোকানগুলিকে একত্রিত করতে চলেছে ‘জিও মার্ট’৷

Advertisement

বর্তমানে মুদিখানার খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে৷ কিন্তু জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক সংখ্যা বাড়ানো যাবে। রেজিস্টার করার পর হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারগুলি জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে দিতে পারবেন গ্রাহকের বাড়িতে৷ এরফলে ছোট মুদির দোকান ও ছোট ব্যবসায়ীরা খুব সহজেই তাদের ব্যবসা বাড়াতে পারবেন।

Advertisement
Advertisement

অন্যদিকে, যারা নতুন জিও মার্ট ব্যবহারকারী তাদের দেওয়া হবে বিনামূল্যে কোভিড-১৯ কেয়ার কিট৷ যার অর্থ হল জিও মার্টে যিনি প্রথম অর্ডার করবেন, তাকেই বিনামূল্যে এগুলি দেওয়া হবে৷ এই বিষয়ে মুকেশ আম্বানি বলেছেন ‘জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের প্রায় ৩ কোটি ছোট মুদির দোকানগুলিকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করে তুলবে৷’

Advertisement

Related Articles

Back to top button