Today Trending Newsদেশনিউজ

করোনা ভাইরাসের পরবর্তী ভরকেন্দ্র ভারত, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল

Advertisement
Advertisement

চিনের উইহান প্রদেশে উৎপত্তি হয়েছিল মারণ ভাইরাস করোনার। ২০১৯ -এর শেষ দিকে এই ভাইরাসের লক্ষণ দেখা গেলেও ২০২০-তে এসে ব্যাপক আকার ধারণ করে তা। চিনে প্রায় ৬ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে চিনের উইহান প্রদেশ থেকে সরে ইউরোপে তার ভরকেন্দ্র গড়ে তুলেছে করোনা ভাইরাস। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্পেন, ইতালি ও ফ্রান্সে লক ডাউন শুরু হয়েছে। জারি করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা।

Advertisement
Advertisement

ভারতেও তার প্রভাব দেখাতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড ১৯। ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। আক্রান্ত হয়ে আইসোলেশনে ভর্তি রয়েছেন ১৫৯ জন। কলকাতাতে রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আমলার ইংল্যান্ড ফেরত ছেলের শরীরে করোনা ভাইরাসের ইতিবাচক লক্ষণ দেখা গেছে। অভিযোগ, সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও আইসোলেশনে থাকেননি তিনি। উল্টে ইচ্ছে মতো ঘুরে বেড়িয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। এর ফলে কলকাতা শহরে ব্যাপক সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন : করোনা হলে কী কী করবেন, জানালেন বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠী

Advertisement
Advertisement

বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের পরবর্তী ভরকেন্দ্র হতে পারে ভারত। ভারতের জনসংখ্যা ও ব্যাপক অংশের মানুষের অন্ধবিশ্বাসের উপর ভরসা, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অনুকূল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর একবার ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ভারতের প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ জন মানুষ বসবাস করেন। ফলে সারা বিশ্বের মতো জনবিচ্ছিন্নতা তৈরী করে করোনা মোকাবিলা সম্ভব নয় বলেই মনে করছেন তাঁরা। শহুরে এলাকায় মানুষকে বিচ্ছিন্ন করা গেলেও ভারতের গ্রামীণ এলাকাগুলোতে এই দাওয়ায়ের সাহায্যে করোনা ভাইরাস কতটা ঠেকানো যাবে সে বিষয়ে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের মনে।

Advertisement

Related Articles

Back to top button