দেশনিউজ

ফের চিনকে একহাত নিলো ভারত, চিনকে জব্দ করতে মোতায়েন নতুন মিসাইল

Advertisement
Advertisement

ভারত: চিন ভারত বিবাদ প্রতিদিনই একধাপ করে এগোচ্ছে, বিগত চার মাসের বাগবিতন্ডা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এবার এই বিবাদের মাঝেই পূর্ব লাদাখের বিভিন্ন জায়গায় নতুন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করল ভারত। এর আগে অবশ্য পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরঞ্জাম মোতায়েন করেছে চিন।কিন্তু প্রথম থেকেই শত্রু পক্ষকে একহাত নিয়েছিলো ভারত।

Advertisement
Advertisement

এত সবকিছুর মধ্যেও ভারতের আকাশসীমায় কোনও চিনা বিমান ঢুকে না পড়তে পারে সেইজন্য এই মিসাইল ব্যবহার করা হবে। তাকে প্রতিহত করতে এই মিসাইল কাজে লাগবে। ইলগা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম খুব সহজে ব্যবহার করা যায়।আর রাশিয়ায় তৈরি ইগলা এস এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সহ সেনা মোতায়েন করেছে ভারত তাও আবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বেশ কিছু জায়গায়।

Advertisement

চিন আর ভারত তাঁদের এই আগ্রাসন নীতি অনেকদিন ধরেই দুই দেশের মানুষদের মধ্যে প্রভাব ফেলছিলো। এবার এসবের মধ্যে নতুন করে রাশিয়ায় তৈরি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ভারতের কাছে নতুন উদ্যোগ হিসেবে প্রমাণিত হয়েছে। লাদাখের বিভিন্ন জায়গায় চিনের বিমান ও কপ্টারের ওপরে নজর রাখার জন্য রেডার বসিয়েছে ভারত।

Advertisement
Advertisement

কিন্তু এরপরেও কিন্তু চিন পিছিয়ে যায়নি। বারবার নিজের ক্ষমতা দেখাতে ভারতের ওপর পাল্টা আক্রমণ করে গেছে। মে মাসের প্রথমেই সু-৩০ এয়ার ক্রাফট মোতায়েন করেছিল বায়ুসেনা। আর উন্নত ট্যাঙ্ক বিমানও মোতায়েন করা হয়েছে। কিন্তু সব রকম আটঘাট বেঁধেই এবার চীনের মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। তারমধ্যেও চিন নতুন করে আক্রমণ করার আবার নতুন পরিকল্পনাও করছে।

 

Advertisement

Related Articles

Back to top button