খেলাক্রিকেট

IND vs SL: ‘ডু অর ডাই’ ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি ভারত, দলের সমস্যা কোথায়? জানালেন রোহিত শর্মা

এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে হলে আজ শ্রীলংকার বিরুদ্ধে জয় নিশ্চিত করতে হবে টিম ইন্ডিয়ার।

Advertisement
Advertisement

এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে হলে আজ শ্রীলংকার বিরুদ্ধে জয় নিশ্চিত করতে হবে টিম ইন্ডিয়ার। সুপার-৪ এর প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর এখন বাকি থাকা দুটি ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে ভারতকে। আজ শ্রীলংকার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার পূর্বে দলের সমস্যা তুলে ধরেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের হতাশা জনক পারফরমেন্স আমাদের পরাজয়ের প্রধান কারণ।

Advertisement
Advertisement

তিনি আরও বলেন, ওপেনিং জুটির পতনের পর দরকার ছিল বিরাট কোহলির সঙ্গ দেওয়ার। তবে ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া সেই কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, দুজনেই হতাশা জনক ভাবে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। তবে ঐদিন আমাদের কপাল ভালো ছিল যে, বিরাট কোহলি লম্বা ইনিংস খেলেছিলেন। তবে দলের জন্য আগুন ঝরানো ইনিংস খেলতে পারেনি কোন ব্যাটসম্যান। সেই কারণে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী রান সংগ্রহ করতে পারেনি। আজকের ম্যাচে আশা করছি সেই ভুল সংশোধন করে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামবো আমরা।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, সুপার-৪ ইতিমধ্যে পাকিস্তান এবং শ্রীলংকা তাদের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করে ফাইনালের দিকে একধাপ এগিয়েছে। ফলে সুপার ফোরের লড়াইয়ে যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছে দাসুন শানাকা ও বাবর আজমের টিম। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় লাভের পর ০.৫৮৯ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে ০.১২৬ রানরেট নিয়ে দুইয়ে রয়েছে পাক ব্রিগেড। এই তালিকায় তিনে থাকা ভারতের রানরেট -০.১২৬। ফলে টিম ইন্ডিয়াকে চলতি আইপিএলের ফাইনাল খেলতে হলে বাকি থাকা দুটি ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে। সেই সঙ্গে বাড়াতে হবে রান রেট।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button