খেলাক্রিকেট

আজ কি ভারত-পাকিস্তানের ম্যাচ হবে না? এই আপডেট ভক্তের হৃদয় ভেঙেছে – IND VS PAK MATCH

যদি আজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ায় তবে সেই ম্যাচ আগামীকাল আয়োজন করা হবে বলে জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে।

×
Advertisement

চলমানরত এশিয়া কাপে যেন দুর্ভাগ্য হাতছাড়া হচ্ছে না ভারতীয় দলের। প্রত্যেকটি ম্যাচই বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে টিম ইন্ডিয়ার। গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ অমিমাংসিত অবস্থায় শেষ হলেও নেপালের বিরুদ্ধে মাত্র ২৩ ওভার খেলার সুযোগ পেয়েছিল বিরাট কোহলিরা। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, আজ সুপার-৪ এর তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তবে বিভিন্ন প্রকাশিত খবর অনুসারে জানা যাচ্ছে, আজকে অনুষ্ঠিত হবে না ভারত-পাকিস্তান ম্যাচ।

Advertisements
Advertisement

আজ্ঞে হ্যাঁ, শ্রীলংকার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান বৃষ্টির কারণে বিঘ্নত হতে পারে। কারণ, আজ কলম্বোতে ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। আমরা আপনাদের বলে রাখি, আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার কারণে সেই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হতে পারে।

Advertisements

এখানেই শেষ নয়, বৃষ্টির কারণে ইতিপূর্বে একটি “রিজার্ভ ডে” ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদি আজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ায় তবে সেই ম্যাচ আগামীকাল আয়োজন করা হবে বলে জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে। তবে আগামীকালও কলম্বোতে মুষলধারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, ইতিমধ্যে সুপার-৪ এর প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে আজকের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি না হলে টিম ইন্ডিয়ার জন্য ফাইনাল খেলা একরকম অসম্ভব হয়ে পড়বে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button