খেলাক্রিকেট

IND Vs BAN: বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন তোলা হলে, রাহুল উপযুক্ত জবাব দিয়েছিলেন, এই বড় কথা বলেছেন

বিরাট কোহলিকে নিয়ে খেল রাহুলের এমন মন্তব্যে সমালোচকরা যে যোগ্য জবাব পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement
Advertisement

ভারতীয় দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছে। এই সফরে বিরাট কোহলিরা বাংলাদেশের কাছে ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে। স্বভাবতই ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরাও। তবে ওডিআই সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে ক্রিকেট প্রেমীদের ভালোবাসা পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিশান। পাশাপাশি ওই ম্যাচে নিজের ক্যারিয়ারের ৪৪তম ওডিআই সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

Advertisement
Advertisement

২০১৯ সালের পর এটাই তার প্রথম ওডিআই সেঞ্চুরি। বিগত তিন বছরেরও বেশি সময় ধরে স্তব্ধ হয়েছিল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ব্যাট। তবে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষা ঘটে বিরাট কোহলির। নিজের ক্যারিয়ারের ৭১তম তথা টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শত রানের ইনিংস খেলেন তিনি। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হলেও শেষ ম্যাচে শত রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন তিনি।

Advertisement

Advertisement
Advertisement

আগামী ১৪ তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বদলে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে এল রাহুল। আসন্ন এই টেস্ট সিরিজে বিরাট কোহলিকে নিয়ে কে এল রাহুলের প্রত্যাশা কি? জানতে চাওয়া হলে তিনি বলেন,”বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি ওডিআই ক্রিকেটেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। সেক্ষেত্রে তাকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ কল্পনা করাও সম্ভব নয়। আশা করি, এই সিরিজে টেস্ট ক্রিকেটে শতকের খরা কাটাবেন তিনি।”

এদিকে বিরাট কোহলিকে নিয়ে খেল রাহুলের এমন মন্তব্যে সমালোচকরা যে যোগ্য জবাব পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আপনাদের জানিয়ে রাখি, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই সিরিজে ভারতের করুন পরিণতির পর এখন টেস্ট সিরিজ জয়ই রাহুলদের একমাত্র লক্ষ্য বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

Related Articles

Back to top button