দেশনিউজ

করোনাবিহীন এই শহরে আস্ত একটি বাড়ির দাম মাত্র ৮৫ টাকা

Advertisement
Advertisement

মাত্র ৮৫ টাকায় পাবেন গোটা একটি বাড়ি! কি চমকে গেলেন তো? তবে ঠিকই পড়েছেন, অবিশ্বাস্য এই দামে বাড়ি মিলছে ইতালির এক শহরে। ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ অঞ্চলের এই শহরে বাস করেন সিনকেফ্রন্দি সম্প্রদায়ের মানুষ। ইতালিবাসীর কাছে এই শহরটির নাম চিনকেফ্রন্দি। সাহেবদের কাছে অবশ্য সিংকফ্রন্দি। তবে যেই নামেই ডাকুন না কেন, সবুজে ঘেরা এই শহরটি খুবই সুন্দর।

Advertisement
Advertisement

এখানেই মিলছে ৮৫ টাকায় সবুজে ঘেরা বাড়ি। কিনতে গেলে আপনাকে সশরীরে যেতে হবে এই শহরে। যদিও বিগত কয়েকমাস করোনা সংক্রমণে জর্জরিত ছিল এই অঞ্চল, তবে বর্তমানে আক্রান্তের সংখ্যা শূন্য। সেই কারণে করোনামুক্ত শহর হিসেবে নিজেদের দিকে লোক আকর্ষণ করতে চাইছেন তারা। মাত্র ১ ইউরো বা ভারতীয় মূল্যে ৮৫ টাকায় পেয়ে যাবেন বাড়ি। পরে টাকাপয়সা দেওয়ারও কোনো ব্যাপার নেই।

Advertisement

এই বিষয়ে শহরের মেয়র মিশেল কনিয়া জানিয়েছেন, “একটি প্রকল্পের আওতায় এই কাজ হচ্ছে। যার নাম অপারেশন বিউটি (Operation Beauty)”। অর্থাৎ, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রাণহীন এই শহরকে নবজীবন দান করা। সেই উদ্দেশ্য সফল করতেই এতো কম মূল্যে বাড়ি কেনার সুযোগ দিয়েছেন। মানুষের আনাগোনা বাড়লে শহর আবার আগের রূপ ফিরে পাবে, সেই আশাতেই দিন গুনছেন তারা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button