নিউজরাজ্য

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা শূন্য, ঘোষণা করলো স্বাস্থ্য দপ্তর

Advertisement
Advertisement

রাজ্যবাসীকে আশ্বস্ত করে স্বাস্থ্য দপ্তর জানালো যে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তের সংখ্যা শূন্য। ৬৬ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে সেগুলিতে নেতিবাচক ফল পাওয়া গেছে বলে জানালেন তারা।

Advertisement
Advertisement

আজ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে বলে হয়েছে, ১১ই মার্চ করোনাভাইরাসকে বিশ্বজুড়ে মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা দেশ থেকে এ রাজ্যে আসা ২৭,১০৭ জনকে নজরদারিতে রাখা হয়েছিল যাদের মধ্যে ২১৭ জনকে করোনা পজিটিভ সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। ১৮১৮ জনের নজরদারির সীমা পেরিয়েছে এবং বাকি ২৫,০৭২ জনকে এখনও নজরে রাখা হয়েছে। এখনও অব্দি মোট ৯ জন করোনা পজিটিভ পাওয়া গেছে তাদের ২৪ ঘন্টা নজরদারিতে হাসপাতালে রাখা হয়েছে।

Advertisement

এছাড়া কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে মোট ৮১,০৯৩ জনকে স্ক্রিনিং করা হয়েছে। নেপাল ও ভুটানের সঙ্গে সংযুক্ত ৭ টি রাজ্যের বর্ডার চেকপোস্টে ৫,৬৩,৮০৮ জনকে স্ক্রিনিং করা হয়েছে। শুধু তাই নয় ৩টি বন্দরের ৫৩৪১ জন ক্রু-কেও স্ক্রিনিং করা হয়েছে।

Advertisement
Advertisement

সরকারের তরফ থেকে করোনা মোকাবিলায় সবরকম চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আক্রান্তদের চিকিৎসার জন্য ১০৮৯টি বেড তৈরি করা হয়েছে বলে জানা গেছে। গোটা দেশে ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া সবাইকে বারবার বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button