ক্রিকেটখেলা

বিরল ঘটনা ঘটল ক্রিকেটে, গোটা ম্যাচে ৪৮ টা ছয়, ৭০ টা চার

Advertisement
Advertisement

ক্রিকেট ম্যাচে চার-ছয় তো খেলারই অঙ্গ। প্রতি ক্রিকেট ম্যাচে চার-ছয় ব্যাটসম্যানেরা মারবে এটা স্বাভাবিকই। কিন্তু একটি ৫০ ওভারের ম্যাচে দুই দলের ব্যাটসম্যানেরা মিলে ৪৮ টা ছয় এবং ৭০ টা চার মারলেন। এই কান্ডটি ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে এই ঘটেছে এই ঘটনা।

Advertisement
Advertisement

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে চলছিল ম্যাচ। সেই ম্যাচে প্রথম ব্যাট করে নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি। প্রথমে ব্যাট করে ২৭ টি ছয় মেরে নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি ৫০ ওভারে চার উইকেটে তোলে ৪৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমি ২১ টি ছয় মেরে ৭ উইকেটে ৩৮৬ রান তোলে। দুই দল মিলে ৫০ ওভারে ৮১৮ রান ওঠে। দুই দল মিলে ৪৮ টা ছয় এবং ৭০ টা চার মারে।

Advertisement

আরও পড়ুন : সৌরভের অভিনব ভাবনা, IPL-এর আগে একই দলে খেলবে বিরাট-রোহিত-ধোনি

Advertisement
Advertisement

এই ঘটনা ঘটার পর অনেকেই ম্যাচে গড়াপেটার গন্ধ পাচ্ছেন। যদিও বাংলাদেশের ক্রিকেট উদ্যোক্তা আলি আসাফ বলেন, ‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমনটা প্রায়ই হয়ে থাকে। অনেক বেশি বেশি রানের ম্যাচ হয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। কিন্তু এত ছয়-চার মারতে আগে কোনোদিন দেখা যায়নি। যদি কোনো গড়াপেটা হয় তাহলে অবশ্যই তা তদন্ত করা হবে।’

Advertisement

Related Articles

Back to top button