Today Trending Newsদেশনিউজ

ভারতে করোনা আক্রান্তে মৃত্যু ৫০, আক্রান্ত দুই হাজারের কাছাকাছি

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ছড়িয়ে পড়া কোভিড ১৯-এর দাপটে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে দেশে। গত ২৪ ঘন্টায় এক লাফে ১২ জনের মৃত্যুর পর ভারতে মৃতের সংখ্যা ৫০ ছাড়াল। বৃহস্পতিবার ভোরে হায়দ্রাবাদে এক বৃদ্ধের মৃত্যুর পর ৫০ ছুঁয়েছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ দেশ জুড়ে আক্রান্ত বেড়েছে ৩২৮ জন। এর ফলে সারা দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬৫-তে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, বুধবার সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে ইতিমধ্যে ১৬০ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে একদিনে ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের হদিশ। যার ফলে সেখানকার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৫। গত ২৪ ঘন্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪৬ জন ও কেরালায় নতুন করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা গেছে।

Advertisement

সারা দেশে গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তবে আশার খবর হলো সেরে উঠছেন অনেক আক্রান্ত ব্যক্তি। ইতিমধ্যে সারা দেশে করোনা থেকে মুক্তি মিলেছে ১৫১ জনের। এদের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম ৩ করোনা আক্রান্তও রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button