দেশনিউজ

দীপাবলিতে আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান

Advertisement
Advertisement

রাজস্থান: এখনও পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি একইভাবে অব্যাহত রয়েছে। কখনও কম আবার কখনও বেশি। কিন্তু দৈনিক সংক্রমণ এখনও উদ্বেগ জাগিয়ে তুলেছে চিকিৎসকদের। প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত কর্মীরা নিজেদের পরিবার ভুলে করোনা রোগীদের মারণ ভাইরাস থেকে মুক্ত করার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। এবার আসছে দেশ জুড়ে আলোর উৎসব, দীপাবলি। কিন্তু করোনা পরিস্থিতি এবং সর্বোপরি করোনা রোগীদের কথা মাথায় রেখে দীপাবলিতে আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান সরকার।

Advertisement
Advertisement

করোনার সমীক্ষা বৈঠকে বসার সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, ‘আতশবাজির থেকে যে ধোঁয়ার উৎপত্তি হয়, তা করোনা রোগীদের জন্য ক্ষতিকারক। এমনকি হূদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আতশবাজির এই ধোঁয়া শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে।’ তাই এ কথা মাথায় রেখেই আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

Advertisement

শুধু বাজি ফাটানোই নয়, বাজি বিক্রির ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এমনকি দীপাবলি ছাড়াও অন্যান্য অনুষ্ঠান কিংবা বিয়েতেও যাতে বাজি ফাটানো না হয় সেদিকে রাজ্যে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন অশোক গেহলট। এমনকি যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানির মতো এ দেশে যেন করোনার দ্বিতীয় ওয়েভ শুরু না হয়, এমনকি ফের যাতে লকডাউন না হয়, সেদিকে সরকারগুলির পাশাপাশি মানুষদেরও সচেতন হতে হবে। তারা হলেন কোন গুপ্ত রাজ্য গড়ে তুলতে পারবে না তবে দীপাবলীর প্রাক্কালে বাজি ফাটানো ওপর এমন সিদ্ধান্ত যথেষ্ট নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button