আন্তর্জাতিকদেশনিউজ

ভারতকে শেষ করে দেবে পাকিস্তান, হুঁশিয়ারি বার্তা দিল ইমরান খান!

Advertisement
Advertisement

গত কয়েকদিনে নতুন করে উত্তেজনা ভারত-পাকিস্তানে। এক দিকে কড়া নিষেধাজ্ঞার কবলে কাশ্মীর। অপর দিকে কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে বিপুল সেনা সমাবেশ করেছে ভারত। কম্যান্ডো বাহিনীও মোতায়েন হয়েছে। চৌকিবালের স্থানীয় বাসিন্দাদের দাবি যে গত দু’মাস ধরে কেবল সেনার কনভয় যেতে দেখা গিয়েছে টাংধর ও কেরনের দিকে। বাসিন্দাদের উপরেও চলছে নজরদারি। চৌকিবালের বাসিন্দা ছাড়া বাইরের কাউকে সে দিকে যাওয়ার অনুমতি দিচ্ছে না সেনা।

Advertisement
Advertisement

চৌকিবাল ও আশপাশের এলাকার সেনার মালবাহক, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অস্থায়ী কর্মী ও সেনার অন্যান্য বিভাগের কর্মীদের দু’মাস ধরে তাঁদের বাড়িতেই থাকতে নির্দেশ দিয়েছে সেনা। বফর্স কামান আর গোলাবারুদ নিয়ে সেনার অনেক গাড়িকে নিয়ন্ত্রণরেখার দিকে যেতে দেখা গিয়েছে, বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সূত্রের খবর, কুপওয়ারার উপত্যকার বাইরে থেকে প্যারা কম্যান্ডো বাহিনীর একাধিক ইউনিটকেও মোতায়েন করা হয়েছে। অপরদিকে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “পাকিস্তান যুদ্ধ শুরু করবে না এবং কোনো আন্তর্জাতিক আইনও ভাঙবে না। কিন্তু ভারত যুদ্ধ শুরু করলে সেটা পাকিস্তান শেষ করবে।”

Advertisement
Advertisement

Related Articles

Back to top button