বলিউডবিনোদন

Surveen Chawla: বলিউডে কাজ করতে গেলে প্রয়োজন বুক ও কোমরের মাপ, ক্ষুব্ধ সুরভীন চাওলা

Advertisement
Advertisement

বিভিন্ন সময়ে বলিউডের ক্যাস্টিং কাউচের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আর সেইসমস্ত অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে উঠে এসেছে নানা কারচুপি। শুধুমাত্র অভিনেত্রীরাই নন, একাধিক অভিনেতাকেও বিভিন্ন সময়ে বলিউডের কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। সম্প্রতি সেই প্রসঙ্গেই অভিনেত্রী সুরভীন চাওলা নিজের বক্তব্যের সূত্র ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

Advertisement
Advertisement

ছোটপর্দা দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। ২০০৩ সাল থেকে অভিনয় জীবনের সাথে যুক্ত রয়েছেন সুরভীন। ‘কাহি তো হোগা’ এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগৎ’এ অভিনেত্রী হিসেবে ডেভিউ ঘটেছিল তার। এরপর বেশ কয়েকবছর ছোটপর্দাতেই একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। ‘এক খিলাড়ি এক হাসিনা’, ‘কাজল’এর মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি টেলিভিশন শো ‘কমেডি সার্কাস কে সুপারস্টার’এর মতো অনুষ্ঠান সঞ্চালনাও করতে দেখা গিয়েছে তাকে।

Advertisement

উল্লেখ্য, ছোটপর্দায় কাজ করতে করতেই বড়পর্দায় কাজ করার সুযোগ খুঁজছিলেন সুরভীন চাওলা। তবে শুরুতেই বলিউডে সুযোগ পাননি তিনি। কন্নড় ছবি ‘পারামেশা পানওয়ালা’য় অভিনয়ের সূত্র ধরেই বড়পর্দায় ডেবিউ ঘটে তার। এরপর একাধিক পাঞ্জাবী ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এরপর ২০১৪ সালে ‘হেট স্টোরি ২’তে অভিনয়ের সূত্র ধরে বোল্ড অভিনেত্রী হিসেবে দর্শকমহলে এক বিপুল পরিচিতি ও খ্যাতি অর্জন করেন তিনি। এই ছবিতে জয় ভানুশালীর বিপরীতে দেখা মিলেছিল তার। তবে বলাই বাহুল্য, বলিউডের পর্দায় সেভাবে নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী। উল্লেখ্য, ‘হেট স্টোরি ২’ ছাড়াও ‘ক্রিয়েচার থ্রিডি’, ‘পার্চেড’এর মতো ছবিতে দেখা মিলেছে তার। পাশাপাশি ২০১৬ সালে ‘ঝালাক দিখ লাজা’তেও প্রতিযোগী হিসেবে অংশ নিতে দেখা গিয়েছিল সুরভীনকে। এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘হাক সে’তেও অভিনয় করেছেন তিনি।

Advertisement
Advertisement

তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলিউডের কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, বলিউডে কাজ শুরু করার আগে থেকেই তাকে নিজের শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে। একাধিক সময়ে নানা কারণে সকলের সামনে অস্বস্তিতেও পরতে হয়েছে তাকে। সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ছোটপর্দায় কাজ করাকালীন প্রথম যখন তিনি বলিউডে কাজ করার সুযোগ খুঁজতে গিয়েছিলেন, তখনই তাকে সম্মুখীন হতে হয়েছিল নানা অস্বস্তি কর প্রশ্নের।

অভিনেত্রীর কথায়, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই তাদের শারীরিক গঠন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়। এমনকি সরাসরি কোমর ও বুকের মাপও জানতে চাওয়া হয়। শুধুমাত্র বর্তমান যুগেই নয়, শুরুর সময় থেকেই কাস্টিং কাউচের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিও যে এর ব্যতিক্রম নয়, তারও উল্লেখ করেছিলেন অভিনেত্রী। এমনকি তিনি এও স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বলিউডের এই ব্যাপারটিকে তিনি কোনোরকমভাবেই সমর্থন করেন না। আপাতত সেই সূত্রেই চর্চার আলোয় অভিনেত্রী।

Advertisement

Related Articles

Back to top button