দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫ লাখ টাকা SBI এর FD তে বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন? জেনে নিন নতুন বছরের সুদ অনুযায়ী হিসাব

SBI এর FD স্কিম থেকে প্রাপ্ত আয় মার্কেট-লিঙ্কড নয় এবং সম্পূর্ণ ঝুঁকিহীন

Advertisement
Advertisement

আজকাল প্রত্যেকের জন্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। খুব সহজে আপনি আজকের দিনে ভারতে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার টাকা থাকবে অনেকটা বেশি সুরক্ষিত। পাশাপাশি, ভারতের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি অনেক বেশি সুদ পাবেন আপনার টাকার উপরে। ফলে, আপনার টাকা থেকেও আপনি আয় করতে পারবেন। তবে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisement
Advertisement

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্কিম আনে, যা আপনার অনেক লাভ করতে পারে। এই ব্যাঙ্ক সাধারণ মানুষ ও বয়স্কদের জন্য বিশেষ স্কিম চালায় যা ব্যাপক লাভজনক। SBI তাঁদের গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের জন্য অনেকগুলি ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে যা ব্যাপক জনপ্রিয়। এই FD স্কিমে সাধারণ মানুষের থেকে বয়স্করা ১% বেশি সুদ পান। ৫ বছর থেকে ১০ বছরের জন্য সাধারণ মানুষ ৬.৫ শতাংশ হারে সুদ পান। তবে বয়ষ্করা এই ক্ষেত্রে ৭.৫ শতাংশ হারে সুদ পান।

Advertisement

১ বছরের ম্যাচিউরিটির ডিপোজিটের ক্ষেত্রে এসবিআই-এর সুদের হার ৬.৮০ শতাংশ। যদিও ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬ শতাংশ। ১ বছরের জন্য ৫ লক্ষ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে মিলবে ৫,৩৪,৮৭৬ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে ৩৪,৮৭৬ টাকা। ২ বছরের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার ৭ শতাংশ বাড়িয়েছে SBI। ৫ লাখ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবে ৫,৭৪,৪৪০ টাকা। অর্থাৎ এইভাবে বিনিয়োগকারী সুদ হিসেবে আয় করতে পারবেন ৭৪,৪৪০ টাকা।

Advertisement
Advertisement

এসবিআই-এ ৫ বছরের মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৬.৫০ শতাংশ। কেউ যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে তিনি পেয়ে যাবেন ৬,৯০,২০৯ টাকা। অর্থাৎ বিনিয়োগকারী সুদ হিসেবে পেয়ে যাবেন ১,৯০,২০৯ টাকা। অন্যদিকে এসবিআই সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের বিভিন্ন মেয়াদপূর্তির ডিপোজিটের উপর অন্যান্য গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদের হার প্রদান করে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, SBI এফডি-র উপর আয়কর আইনের 80C ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন দাবি করা যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button