ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনি যদি ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে এই বিষয়গুলি জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ

Advertisement
Advertisement

গতকালই ইয়েস ব্যাংকের থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একবারে ৫০,০০০ টাকার বেশি ব্যাংক থেকে গ্রাহকরা তুলতে পারবে না বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। ব্যাংকের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে বলেও জানানো হয়েছে। এখন আপনি যদি ইয়েস ব্যাংকের গ্রাহক হন তাহলে এই বিষয়গুলি আপনার জানা খুবই দরকার।

Advertisement
Advertisement

১. সরকারের তরফে নির্দেশ এসেছে যে, ৩ এপ্রিল পর্যন্ত ব্যাংকের সমস্ত কাজকর্ম স্থগিত থাকবে এবং সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। এর বেশি টাকা উত্তোলন বাতিল করা হবে। ব্যাংককে আরও নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ ঋণদাতাকে ৫০,০০০ টাকার বেশি যাতে না দেওয়া হয়।

Advertisement

২. সেভিং, ডিপোজিট বা কারেন্ট অ্যাকাউন্ট সবকিছুতেই ৫০,০০০ টাকার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন : টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, তোলা যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা

৩. কিছু ক্ষেত্রে ৫০,০০০ টাকার বেশি তোলা যাবে। চিকিৎসা, উচ্চশিক্ষা, বিয়ে এবং কোনওরকম জরুরি অবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে বলে জানানো হয়েছে। এর জন্যে আবেদন করতে হবে, এবং সেটি নির্দিষ্ট কতৃপক্ষ ক্ষতিয়ে দেখে টাকা দেবে।

৪. ইয়েস ব্যাংক কোনও লোন বা অগ্রিম প্রদান বা কোনো লোন রিনিউ করতে, কোনও বিনিয়োগ করতে, কোনও দায়বদ্ধতা নিতে বা কোনও অর্থ বিতরণে সম্মত হতে পারবে না।

৫. ইয়েস ব্যাংকের ২০,০০০ এর বেশি কর্মচারীদের বেতন দিতে পারবে ব্যাংক, একথা জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে

Advertisement

Related Articles

Back to top button