নিউজরাজ্য

১০০ দিনের কাজ ঠিকমতো না হলে জনগণ আমাদের দিকে আঙুল তোলে : মমতা

Advertisement

অরূপ মাহাত: প্রশাসনিক সভার কাজে এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর জেলায় প্রশাসনিক বৈঠকের মাধ্যমে সরকারি প্রকল্পে কাজের হাল হকিকত বুঝে নিচ্ছেন তিনি। গতকালও উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে প্রশাসনিক সভায় অংশ নেন তিনি।’

সেখানেই জেলা প্রশাসনের কাছ থেকে দপ্তর ধরে ধরে প্রতিটি প্রকল্পের কাজের খতিয়ান দেখে নেন তিনি। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মঞ্চ থেকেই ভৎসনা করেন তিনি। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে, জেলা প্রশাসনের ব্যর্থতার দায় গিয়ে পড়ে নবান্নের উপর।

মানুষ রুষ্ট হন তৃণমূল নেতৃত্বের প্রতি। জেলার আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কাজ বাকী রাখবেন। আর মানুষ আমাদের ধরবে। মনে রাখবেন ১০০ দিনের কাজ ঠিকমতো না হলে জনগণ আমাদের দিকে আঙুল তোলে।’ এই প্রসঙ্গে জেলা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুনরায় এমন হলে কাউকে ছেড়ে কথা বলবো না।’ এদিনের সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘উত্তর দিনাজপুরেই যত সমস্যা। সরকারি কাজে এত বাধা আসবে কেন?’

Related Articles

Back to top button