খেলাক্রিকেট

T20 World Cup 2022: বিশ্বকাপ থেকে ছিঁটকে গেলেন দীপক চাহার, দলে ডাক পেলেন বিধ্বংসী এই ৩ পেসার

ইতিপূর্বে জসপ্রীত বুমরাহকে ছাড়াই ১৪ সদস্যের ভারতীয় দল অস্ট্রেলিয়াতে পৌঁছেছে। তবে জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং দীপক চাহারের বিকল্প হবেন কারা তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

Advertisement
Advertisement

অবশেষে আশঙ্কাই সত্যি হয়ে দাঁড়ালো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিঁটকে গেলেন ভারতীয় দলের অন্যতম সেরা মিডিয়াম পেসার দীপক চাহার। ইতিপূর্বে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাশাপাশি বাদ পড়েছেন বিশ্বের সেরা ডেথ বোলার জসপ্রীত বুমরাহ। এমনিতেই দুই সেরা তারকা ক্রিকেটারকে হারিয়ে রীতিমতো দিশেহরা টিম ইন্ডিয়া। তার ওপর দীপক চাহারকে হারিয়ে প্রায় দিশেহারা ভারতীয় দল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে তাদের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন আরও ৩ ধ্বংসাত্মক ক্রিকেটারকে। তবে তাতেও দুশ্চিন্তা কমছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

Advertisement
Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে দীপক চাহারের নাম ঘোষণা হওয়া ছিল সময়ের অপেক্ষা। তবে চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিঁটকে গিয়েছেন তিনিও। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর জাতীয় দলে সুযোগ পেয়ে বিধ্বংসী পারফরমেন্স করছিলেন দীপক চাহার। এমনকি, বিধ্বংসী পারফরমেন্সের মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর বিকল্প হয়ে উঠেছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার পূর্বে পায়ে চোট পান তিনি। চোট গুরুতর না হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, তাকে রিহ্যাবে রাখা হবে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে।

Advertisement

ইতিপূর্বে জসপ্রীত বুমরাহকে ছাড়াই ১৪ সদস্যের ভারতীয় দল অস্ট্রেলিয়াতে পৌঁছেছে। তবে জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং দীপক চাহারের বিকল্প হবেন কারা তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় দলে এই জায়গা পূরণ করতে ইতিমধ্যে বিধ্বংসী তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে মোহাম্মদ সামির পাশাপাশি জাতীয় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ভারতীয় দল ইচ্ছামতো তাদের স্কোয়াড সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে বলে জানানো হয়েছে দলের তরফ থেকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button