WTC Final 2025: আসন্ন WTC উপলক্ষে চূড়ান্ত সূচি ঘোষণা করলো ICC, ফাইনালে পৌঁছতে ভারতকে দিতে হবে অগ্নিপরীক্ষা

২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জ্বরে এখন জর্জরিত গোটা বিশ্ব। উত্তেজনার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে, সমালোচনার সমস্ত পরীক্ষণ সম্পন্ন করা হচ্ছে বিরাট কোহলিদের ওপর। এমন পরিস্থিতিতে বিশ্ব টেস্ট…

Avatar

২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জ্বরে এখন জর্জরিত গোটা বিশ্ব। উত্তেজনার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে, সমালোচনার সমস্ত পরীক্ষণ সম্পন্ন করা হচ্ছে বিরাট কোহলিদের ওপর। এমন পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ নিয়ে বড় আপডেট দিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০২৩-২০২৫ মরশুমে কোন দেশ কার সাথে মোকাবেলা করবে এবং জয়ী টিম কত পয়েন্ট পাবে তার সম্পূর্ণ খসড়া পেশ করেছে আইসিসি। পরিসংখ্যান দেখলে অবাক হবেন, দুবারের রানার্সআপ ভারতের সামনে এক অগ্নিপরীক্ষা নির্ধারণ করেছে আইসিসি।

প্রথমেই যদি পয়েন্ট বিভাজন নিয়ে কথা বলি, তবে গতবারের মতোই প্রত্যেক খেলায় বিজয় টিম পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ৬ পয়েন্ট এবং ড্র হলে পাবে ৪ পয়েন্ট। এই চক্রে প্রত্যেকটি দলকে একাধিক অ্যাওয়ে সিরিজের পাশাপাশি একাধিক হোম সিরিজও খেলবে। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২৩-২০২৫ চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াই শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের মধ্য দিয়ে। যা ১৬ই জুন থেকে ইংল্যান্ডে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে।
WTC Final 2025: আসন্ন WTC উপলক্ষে চূড়ান্ত সূচি ঘোষণা করলো ICC, ফাইনালে পৌঁছতে ভারতকে দিতে হবে অগ্নিপরীক্ষা

যদি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কথা বলি, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের মধ্য দিয়ে WTC-র যাত্রা শুরু করবে রোহিত শর্মারা। চলুন দেখে নেওয়া যাক, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের প্রতিপক্ষ কারা-

চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর আগামী দিনের লড়াইটা যথেষ্ট কঠিন নির্ধারণ করা হয়েছে ভারতের জন্য। ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ভারতকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে খেলতে হবে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু’টি, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে বিরাট কোহলিদের।