দেশনিউজ

জানুন দেশের দশ ধনী ব্যাক্তির নাম

Advertisement
Advertisement

প্রকাশিত হল ২০২০ -র IIFL Wealth Hurun Indian Rich List ৷ ভারতের প্রথম দশ ধনীতম ব্যক্তিদের নাম সেখানে এই নম্বর তালিকায় আছে, Reliance Industries-র চেয়ারম্যান মুকেশ অম্বানি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬,৫৮,৪০০ কোটি টাকা৷ দ্বিতীয় স্থনে রয়েছে এস পি হিন্দুজা তাঁদের সম্পত্তির পরিমাণ ১,৪৩,৭০০ কোটি টাকা৷ তৃতীয় স্থানে রয়েছে এইচসিএল এর প্রতিষ্ঠাতা শিব নাদার, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪১,৭০০ কোটি টাকা৷ চতুর্থ স্থানে রয়েছে হুরান ইন্ডিয়া আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪০,২০০ কোটি টাকা৷

Advertisement
Advertisement

পঞ্চম স্থানে রয়েছে উইপ্রো-র আজিম প্রেমজি। ছয় নম্বরে আছে সাইরাস এস পুনাওয়ালা তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৪,৩০০ কোটি টাকা৷ এভেনিউ সুপার মাড়টস রাধাকিষণ দামানির মোট সম্পত্তির পরিমাণ ৮৭,২০০ কোটি টাকা, তিনি ধনীতমদের মধ্যে সপ্তম স্থানে আছেন৷  অষ্টম স্থানে রয়েছেন কোটাক মহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক, তাঁর সম্পত্তির পরিমাণ ৮৭,০০০ কোটি টাকা৷

Advertisement

নবম স্থানে রয়েছেন সান ফার্মার দিলীপ সাংভি, তাঁর সম্পত্তির পরিমাণ ৮৪,০০০ কোটি টাকা৷ দশম স্থানে রয়েছেন শাপুরজি পালনজি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭০,০০০ কোটি টাকা৷

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button