খেলাক্রিকেট

ICC: ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে নিষিদ্ধ করা হোক শক্তিশালী এই দেশকে! HRW অদ্ভুত আবেদনে সাড়া দেবে কি ICC?

আফগানিস্তানে তালেবান সরকার কর্তৃক নারীদের ওপর যে অন্যায় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে সেটি যতদিন বন্ধ করা না হবে ততদিন ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে বহিষ্কার করা হোক আফগানিস্তানকে।

Advertisement
Advertisement

বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা তথা আইসিসি এবার মহাশক্তিশালী এক দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে নিষিদ্ধ করা হতে পারে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল আফগানিস্তানকে। আর এমনটা করার পেছনে হাত রয়েছে হিউম্যান রাইটস ওয়াচের (HRW)। যারা গেছে, এই প্রসঙ্গে আইসিসির সদর দপ্তরে আবেদন করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

Advertisement
Advertisement

সেখানে দাবী করা হয়েছে, আফগানিস্তানে তালেবান সরকার কর্তৃক নারীদের ওপর যে অন্যায় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে সেটি যতদিন বন্ধ করা না হবে ততদিন ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে বহিষ্কার করা হোক আফগানিস্তানকে। এই মর্মে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে লম্বা চিঠি দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ। আপনাদের জানিয়ে রাখি, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা তুলে নেওয়ার পর সেখানকার নারীদের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

প্রথমত, নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। পাশাপাশি কোন ধরনের এনজিওতে কাজ করতে পারবেন না নারীরা। এর সাথে সমস্ত প্রকার খেলাধুলা থেকে নারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তালেবান সরকার। এমনকি নারীদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে সেই দেশের সরকার। এমন পরিস্থিতিতে হিউম্যান রাইটস ওয়াচ মনে করছে, আফগানিস্তানের সরকার কর্তৃক নারীদের অধিকার ছিনিয়ে দেওয়া হচ্ছে। যতদিন না পর্যন্ত সেখানে নারীদের সম অধিকার ফিরিয়ে দেওয়া না হয় ততদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক সেখানকার পুরুষ দলকে।

Advertisement
Advertisement

এদিকে এই মর্মে সিলমোহর দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও। চলতি বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়া সফর করার কথা আফগানিস্তান ক্রিকেট দলের। তবে সেই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সমর্থনে পাশে দাঁড়িয়েছে সে দেশের সরকার। তারা মনে করছেন, নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সম অধিকার ফিরিয়ে সুষম শাসন ব্যবস্থা কায়েম করা প্রসঙ্গে তালেবান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অস্ট্রেলিয়া।

Advertisement

Related Articles

Back to top button