দেশToday Trending Newsনিউজ

Modi সরকারের কর্মীদের পরপর ধামাক, DA’র সঙ্গে বাড়তে পারে TA, HRA, পকেটে আসবে মোটা টাকা

Advertisement
Advertisement

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুসংবাদ দিয়ে বছরটি শুরু হচ্ছে। মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়ার পর এখন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ বৃদ্ধির পথও পরিষ্কার হয়ে গেছে। জানুয়ারী ২০২৪ থেকে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করার সাথে সাথে এইচআরএ-তেও একটি লাফ দেখা যাবে এবং এটি সংশোধন করা হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা প্রায় ৫০ শতাংশ নিশ্চিত হয়ে গিয়েছে। আর ৫০ শতাংশ মহার্ঘ ভাতার ক্ষেত্রে এইচআরএ-তে ৩ শতাংশ সংশোধনের কথা বলা হয়েছে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন এআইসিপিআই সূচকের সংখ্যাগুলি উৎসাহব্যঞ্জক। সূচকটি ১৩৯.১ পয়েন্টে পৌঁছেছে। এ নিয়ে মহার্ঘ ভাতার স্কোর বেড়ে হয়েছে ৪৯.৬৮ শতাংশ। অর্থাৎ ৫০ শতাংশ প্রাপ্তি নিশ্চিত। ২০২৩ সালের ডিসেম্বরের সূচকের সংখ্যা এখনও আসেনি। এতে পতন ঘটলেও ৫০ শতাংশ মূল্যস্ফীতি ভাতা নিশ্চিত। মহার্ঘ ভাতা (ডিএ বৃদ্ধি) বৃদ্ধির সাথে সাথে অন্যান্য ভাতা বাড়ানোর পথও পরিষ্কার করা হচ্ছে।

Advertisement

মহার্ঘ ভাতা বর্তমানে ৪৬ শতাংশ। তবে নিয়ম হলো, এইচআরএ ৫০ শতাংশে পৌঁছালে তা সংশোধন করা হবে। যেমনটা হয়েছিল ২০২১ সালের জুলাইয়ে। সেই সময় মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অতিক্রম করে এইচআরএ ৩ শতাংশ সংশোধন করা হয়েছিল। সে সময় ঊর্ধ্বসীমা ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়। কিন্তু এখন আবারও তা ৩ শতাংশ বৃদ্ধি প্রায় নিশ্চিত। পরবর্তী এইচআরএ সংশোধন ২০২৩ সালের মার্চের মধ্যে ঘটতে পারে।

Advertisement
Advertisement

7th Pay Commission

ডিওপিটি-র মতে, কেন্দ্রীয় কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) সংশোধনের সঙ্গে মহার্ঘ ভাতার সম্পর্ক রয়েছে। এইচআরএ বিভাগটি এক্স, ওয়াই এবং জেড শ্রেণীর শহর অনুসারে। এই ক্যাটাগরিতে বর্তমান হার ২৭ শতাংশ, ১৮ শতাংশ এবং ৯ শতাংশ। এটি ১ জুলাই ২০২১ থেকে প্রযোজ্য। ২০১৬ সালে সরকারের জারি করা স্মারকলিপি অনুসারে, ডিএ-র পাশাপাশি পর্যায়ক্রমে এইচআরএ সংশোধন করা হবে। মহার্ঘ ভাতা ৫০ শতাংশ অতিক্রম করলে পরবর্তী সংশোধন করা হবে। এমন পরিস্থিতিতে ২০২৪ সালে এমনটাই আশা করা হচ্ছে। কারণ, নতুন মহার্ঘ ভাতা ২০২৪ সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধন হবে ৩ শতাংশ। এইচআরএর সর্বাধিক বিদ্যমান হার ২৭ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত হবে। ডিএ ৫০% হলে এইচআরএ ৩০%, ২০% এবং ১০% এ হবে। এক্স ক্যাটাগরিতে থাকা কেন্দ্রীয় কর্মচারীরা ২৭ শতাংশ এইচআরএ পাচ্ছেন, যা বেড়ে হবে ৩০ শতাংশ। একই সঙ্গে ওয়াই শ্রেণির মানুষের ক্ষেত্রে তা ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হবে। জেড শ্রেণির মানুষের ক্ষেত্রে তা ৯ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হবে।

Advertisement

Related Articles

Back to top button