রাজ্যনিউজ

দীঘা যাত্রীদের জন্য সুখবর, আর কিছুদিনের মধ্যেই নতুন ভাবে যাত্রা শুরু করছে হাওড়া থেকে দীঘা কান্ডারী এক্সপ্রেস

আপাতত সপ্তাহে তিন দিন পর্যন্ত হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন চলবে

Advertisement
Advertisement

প্রাথমিকভাবে জানানো হয়েছিল হাওড়া থেকে দীঘা অবধি চলা হাওড়া কান্ডারী এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলবে। কিন্তু এবার দীঘার যাত্রীদের জন্য খারাপ খবর নিয়ে এলো দক্ষিণ পূর্ব রেলওয়ে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এবারের সপ্তাহে তিন দিন এই ট্রেন চলবে। নির্দিষ্ট সূচি মেনে আপাতত ০৮০০১/০৮০০২ এই দুটি ট্রেন হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া স্পেশালভাবে চালানো হবে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া পর্যন্ত কান্ডারী এক্সপ্রেস চালানো হবে।

Advertisement
Advertisement

তবে এরপর থেকে আবার প্রতিদিন চলতে শুরু করবে এই এক্সপ্রেস ট্রেন। দুপুর ২:২৫ মিনিটে হাওড়া থেকে ২২৯৮৭ হাওড়া থেকে দীঘা অব্দি চলা কান্ডারী এক্সপ্রেস ছাড়বে। পৌঁছবে বিকেল ৫ টা ৫০ মিনিটে। অন্যদিকে, ২২৮৯৮ দীঘা থেকে হাওড়া অব্দি চলা কান্ডারী এক্সপ্রেস সন্ধ্যা ৬:২৫ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং রাত ৯:৪৫ এ হাওড়া পৌঁছবে।

Advertisement

২৯ আগস্ট পর্যন্ত ০৮০০১/০৮০০২ হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া এক্সপ্রেস স্পেশাল ভাবে চলবে। তারপরে নিয়মিত সময়সূচি অনুসারে কান্ডারী এক্সপ্রেস চালানো হবে ওই রুটে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button