টেক বার্তা

বাজারে চলে এল Honda কোম্পানির নতুন ইলেকট্রিক মোপেড বাইক MS01, এক চার্জে চলবে ৬৫ কিলোমিটার

আপাতত চীনের বাজারে এই বিশেষ বাইকটিকে লঞ্চ করেছে হন্ডা

Advertisement
Advertisement

হোন্ডা কোম্পানিটি সব সময় তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন ইলেকট্রিক বাইক নিয়ে এসে তাদেরকে একেবারে চমকে দেওয়ার পরিকল্পনা করে থাকে। এবারেও কিন্তু তাঁর অন্যথা হলো না। সম্প্রতি হোন্ডা কোম্পানির তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে একেবারে নতুন একটি মোপেড ইলেকট্রিক বাইক। আপাতত শুধুমাত্র চীনের মার্কেটে উপলব্ধ হলেও, এই ইলেকট্রিক বাইকটি হোন্ডা কোম্পানির পোর্টফোলিওর একটি অন্যতম বাইক হয়ে উঠতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এই বিশেষ বাইকের নাম দেওয়া হয়েছে Honda MS01। এই বাইকটি হোন্ডা কোম্পানির জনপ্রিয় Cub মডেলের বাইকের একটি ইলেকট্রিক ভার্সন। ইতিমধ্যেই স্থানীয় এলাকায় ডেলিভারির জন্য ৫,০০০ ইউনিট এই ইলেকট্রিক বাইক কে মার্কেটে ছেড়ে দিয়েছে হন্ডা। ছোটখাটো শহরে যাত্রা করার জন্য এই বাইক বেশ আধুনিক এবং এর ডিজাইন বেশ ইউনিক। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে এই ইলেকট্রিক বাইক ৬৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

Advertisement
Advertisement

আপাতত চীনের বাজারে এই বিশেষ বাইকের দাম রাখা হয়েছে ৪,৯৮০ চিন ইউয়ান, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯ হাজার টাকার কাছাকাছি। এখনো পর্যন্ত ভারতে কবে এই বাইক লঞ্চ হবে সেই ব্যাপারে কোন ঘোষণা করা হয়নি হোন্ডার তরফ থেকে। তবে এই মুহূর্তে ভারতে এই মোপেড ইলেকট্রিক বাইকের খুব একটা জনপ্রিয়তা নেই। বরং সাধারণ ইলেকট্রিক বাইক ভারতে বেশি জনপ্রিয়। তাই ইলেকট্রিক বাইকের মার্কেট হিসেবে হোন্ডা ভারতকে বেছে নেবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।

Advertisement

ছোটখাটো শহরে যাত্রা করার জন্য একটি দুর্দান্ত অপশন হতে চলেছে হোন্ডার এই ছোট্ট বাইকটি। এই বাইকে ১৭ ইঞ্চির টিউবলেস টায়ার আপনি পেয়ে যাচ্ছেন। এই টিউবলেস টায়ার আপনার সমস্ত অন রোড রাইডিংকে ভালোভাবে সাপোর্ট করতে পারে। এছাড়াও এই বাইকটিতে ৪০০ ওয়াটের একটি মোটর পেয়ে যাচ্ছেন আপনি। এই ইলেকট্রিক বাইকের সর্বাধিক গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। গতিবেগ খুব একটা বেশি না হলেও ছোটখাটো রাস্তায় চালানোর জন্য এই গতিবেগ মোটামুটি ঠিকঠাক। তার পাশাপাশি এই বাইকে আপনারা পাচ্ছেন EBS পাওয়ার সিস্টেম।

Advertisement
Advertisement

এই ইলেকট্রিক বাইকে ৪৮ ভোল্ট ক্ষমতার একটি লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে। যদি আপনি ইকো মোড ব্যবহার করে চালান তাহলে আপনি ৬৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন একবার চার্জ দিয়ে। যদি শুধুমাত্র ছোটখাটো শহরে যাওয়ার জন্য এই বাইক ব্যবহার করা হয় তাহলে সপ্তাহে এক থেকে দুইবার চার্জ দিলেই যথেষ্ট। তবে একটু দূরে যেতে গেলে এই বাইক একেবারেই ভালো নয়। এই কারণেই হয়তো ভারতে এই বাইক লঞ্চ নাও করতে পারে হোন্ডা কোম্পানীটি।

Advertisement

Related Articles

Back to top button