টেক বার্তা

Honda-র এই নতুন স্কুটার টেক্কা দিতে পারে বড় বড় কোম্পানির একাধিক স্কুটারকে

এই স্কুটারে একাধিক নতুন ফিচার আপনারা পাবেন বলেও জানিয়েছে কোম্পানি

Advertisement
Advertisement

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ভারতের সমস্ত গ্রাহকদের মনে নিজেদের জায়গা তৈরি করার জন্য একেবারে তৎপর। ইতিমধ্যেই তারা বেশ কিছু পাইলট প্রজেক্ট নিয়ে এসে তাদের স্কুটার এনভায়রমেন্টকে একেবারেই পরিবর্তিত করার চেষ্টায় আছে। সস্তা দামের মধ্যে ভালো স্কুটার তৈরি, এটাই এই কোম্পানির প্রধান লক্ষ। এই অবস্থায় একের পর এক নতুন নতুন স্কুটি মার্কেটে নিয়ে এসে অন্যান্য কোম্পানিগুলোকে টক্কর দিচ্ছে হোন্ডা। আগামী কয়েক বছরের মধ্যে আরো কিছু স্কুটার তারা লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে তাদের সদ্য প্রকাশিত প্রজেক্ট বুকে। একাধিক প্রজেক্টের পেটেন্ট ইতিমধ্যেই নিয়ে এসেছে হোন্ডা।

Advertisement
Advertisement

ভারতে এই কোম্পানি সম্প্রতি স্কুপি নামের একটি স্কুটারের পেটেন্ট লঞ্চ করে দিয়েছে। আগের বছরের মার্চ মাসেই এই স্কুটারের পেটেন্ট নেওয়া হয়েছিল। এবারে সম্ভবত কোম্পানি এই স্কুটার ভারতের মার্কেটে নিয়ে আসতে চলেছে। স্কুপী হতে চলেছে একটি মডার্ন ক্লাসিক স্কুটার যার মধ্যে একেবারে রেট্রো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই স্কুটার শুধু যুবক না, বয়স্ক মানুষদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Advertisement

ভারতে হিরো প্লেজার প্লাস, হিরো মায়েস্ত্র এজ, এবং টিভিএস জুপিটারের মত স্কুটারের সঙ্গে এই স্কুটারের মোকাবিলা হবে। ১৫.৪ লিটারের আন্ডারসিট স্টোরেজ, ইউএসবি চার্জিং পোর্ট, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, প্রজেক্টর এলইডি হেডলাইট, মাল্টি ফাংশন হুক এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এর মত একাধিক নতুন এবং অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে এই নতুন স্কুটারে।

Advertisement
Advertisement

তার পাশাপাশি অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, টেলিস্কোপিক ও মনোশক সাসপেনশন থাকছে এই স্কুটারে। ১২ ইঞ্চির চাকা দেওয়া হয়েছে এবং স্কুটারের সামনের চাকায় ডিস্ক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। ১০৯.৫১ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে এই স্কুটারে। এই ইঞ্জিন ৭.৭৬ পিএস পাওয়ার ও ৯ এনএম পিক টর্ক তৈরি করতে পারে।

Advertisement

Related Articles

Back to top button