টেক বার্তা

শীঘ্রই লঞ্চ হচ্ছে Honda Activa ইলেকট্রিক স্কুটি, এক চার্জে চলবে ১৫০ কিমি, সাথে ৫ বছরের গ্যারান্টি

চলতি বছরের শেষের মধ্যেই কোম্পানি ১০ লাখ ইলেকট্রিক স্কুটি তৈরি করবে

Advertisement
Advertisement

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া গোটা ভারতের মধ্যে অন্যতম দুই চাকা প্রস্তুতকারী সংস্থা। এই দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Honda Activa স্কুটিটি। অনেকেই এই স্কুটি কেনেন দৈনন্দিন ব্যবহারের জন্য।

Advertisement
Advertisement

তবে ক্রমবর্ধমান পেট্রোলের দাম এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে গোটা দেশ ইলেকট্রিক বিপ্লবের অংশ হয়েছেন। সকলেই বর্তমানে চেষ্টা করেন ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার জন্য। তবে তাদের জন্য এবার সুখবর আনলো হোন্ডা কোম্পানি। তারা তাদের ব্যাপক জনপ্রিয় activa স্কুটার এবার ইলেকট্রিক অবতারে মার্কেটে লঞ্চ করতে চলেছে। আসলে দীর্ঘদিন ধরেই টিভিএস, বাজাজ ইত্যাদি কোম্পানিগুলি তাদের ইলেকট্রিক বাইক বা স্কুটার লঞ্চ করছিল। এবার সেই ধারা বজায় রেখেই হোন্ডা activa ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার কথা ঘোষণা করেছে।

Advertisement

জানা গিয়েছে এই কোম্পানি নাম পরিবর্তন না করেই হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। এন্টি লেভেলের এই ইলেকট্রিক স্কুটারটির দাম বেশ কম হবে, তবে থাকবে বিভিন্ন অত্যাধুনিক ফিচার। এমনকি হোন্ডা এক্টিভার থেকেও এই স্কুটির দাম কম হবে। এই বছরের শেষ থেকেই ১০ লাখ ইলেকট্রিক স্কুটি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। এই স্কুটি এক চার্জে চলবে ১৫০ কিলোমিটার। পাশাপাশি ৫০ হাজার কিলোমিটার বা পাঁচ বছরের গ্যারান্টি দেবে কোম্পানি যার মাঝে কোনো কিছু সারানোর জন্য এক টাকাও খরচ করতে হবে না গ্রাহককে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button