দেশনিউজ

হিমাচলপ্রদেশের স্পিকারের সতর্কবার্তা, “জোরে কথা বললেও ছড়াতে পারে করোনা”

Advertisement
Advertisement

ভারতঃ সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যাক্তিত্বরাও মেনে চলছেন করোনা বিধি। করোনা সংক্রমণের মাঝেই নিয়ম নীতি মেনেই চলছে হিমাচলপ্রদেশ বিধানসভারও অধিবেশন। এদিন বিধানসভা অধিবেশনের শুরুতে করোনা সতর্কতা বজায় রাখতে বিধানসভার স্পিকার বিপিন সিং পারমার বিধায়করদের উদ্দেশ্য বলেন, “ স্ট্যান্ডার্ড অপরেটির প্রসিডিওর অনুযায়ী জোরে কথা বললেও করোনা ভাইরাস ছড়াতে পারে। তাই সাধারণ ভাবে কথা বলুন। এতে করোনা সংক্রমণ হবে না”।

Advertisement
Advertisement

গত একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের  মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। রেকর্ড হারে করোনা সংক্রমণে গতকালই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০।

Advertisement

সোমবার মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৫,৮০৯ জন। এই বৃদ্ধির জেরে সব মিলিয়ে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৮০ হাজার ৪২২ জন। এরমধ্যের রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement
Advertisement

করোনা আক্রান্ত হয়েছেন রাজ্য মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুর, বিধায়ক লখিন্দর সিং রানা। তাই আরও উদ্বিগ্ন স্পিকার বিপিন পারমার। সোম ও মঙ্গলবার অধিবেশনে যোগ দেন রাজ্যের বিদ্যুত্ মন্ত্রী শুখরাম চৌধুরি। সম্প্রতি তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন। তাই করোনা সতর্কতা বজায় রাখতে এবার জোরদার উদ্যোগ নিয়েছেন  বিপিন সিং পারমার।

Advertisement

Related Articles

Back to top button