নিউজরাজ্য

আগামীকাল ধর্মঘটে শান্তি বজায় রাখতে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

Advertisement
Advertisement

সারা দেশ জুড়ে সিএএ এনআরসি রাষ্ট্রায়ত্ব সংস্হার বিলগ্নিকরন এছাড়াও আরেলও বিভিন্ন ইস্যুর প্রতিবাদে ৮ই জানুয়ারি ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু ইনটাক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন গুলি। ৮ই জানুয়ারি বামেদের ডাকা এই ধর্মঘটে দেশের আইন শৃঙ্খলার যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য হাইকোর্ট এর তরফ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি এই সমস্ত ইস্যু গুলিকে তিনি সমর্থন করলেও তিনি ধর্মঘট সমর্থন করেন না বলে জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন শ্রমিক সংগঠন গুলির বনধের ডাক মোকাবিলা করার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে।

Advertisement

আরও পড়ুন : ভোটে জিতল তৃণমূল, সুপ্রীম কোর্টে যাচ্ছে বিজেপি

Advertisement
Advertisement

বাম এবং শ্রমিকদের সিএএ এনআরসি বিষয়ক আরও যেসমস্ত বিরোধী ইস্যুগুলি বারবার উঠে আসছে সেগুলি কংগ্রেস সহ আরও করেকটি সংগঠন সমর্থন করে। সারা দেশের যখন সিএএ এবং এনআরসি এর বিরোধীতা চলছে তখন বামেদের এই ধর্মঘটের ইস্যুগুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দেন যে “আমরা ধর্মঘট সমর্থন করি না, বাংলায় কোনো বনধ্ হবে না। আমরা এই ইস্যুগুলির বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ করছি। বর্তমানে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ, ধর্মঘট দেশের অর্থনীতির ক্ষতি করবে, তাই আমরা বনধ্ সমর্থন করি না।”

এদিন নবান্নে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনোরকম ছুটি বরদাস্ত করা হবে না। সরকারি নির্দেশ দিয়ে বলা হয়েছে কোনো রকম ছুটি হলে তার মাসিক আয় কেটে নেওয়া হবে। শুধুমাত্র ৭ জানুয়ারীর আগে মাতৃত্বকালীন ছুটি, পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু কারনগুলিতে ছুটি গ্রাহ্য করা হবে।

Advertisement

Related Articles

Back to top button