টেক বার্তা

৪০০ সিসি সেগমেন্টে বাইক আনছে Hero, সাথে আসছে নতুন অবতারে Karizma

অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে আসছে শক্তিশালী ইঞ্জিনসহ Xpulse

Advertisement
Advertisement

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো। তবে এবার বাজেট সেগমেন্ট ছেড়ে ৪০০সিসি সেগমেন্টে নতুন বাইক আনবে এই কোম্পানি। Hero MotoCorp নতুন Xtreme 160R, Karizma XMR, আপডেট করা Xtreme 200S 4V লঞ্চ করতে চলেছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে যে আপডেট করা Xtreme 160R 14 জুন লঞ্চ হবে। তাছাড়া, Xtreme 200S ইতিমধ্যেই ডিলারশিপে দেখা গেছে। অন্যদিকে অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে আসছে শক্তিশালী ইঞ্জিনসহ Xpulse 4V 400। নতুন ADV বাইকটি ৪২১ cc ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। এই পাওয়ারট্রেন প্রায় ৪০ bhp এবং টর্ক ৩৫ Nm এর কাছাকাছি জেনারেট করবে। এই নতুন মোটরসাইকেলটি উৎসবের মরসুমে লঞ্চ হবে।

Advertisement

অন্যদিকে, Hero MotoCorp আইকনিক বাইক Karizma-কে পুনরায় লঞ্চ করবে নতুন অবতারে। KARIZMA XMR নামে নতুন কারিজমা বাইক আনা হবে। নতুন Karizma XMR প্রোডাকশন ডিলারশিপে প্রদর্শন করা হয়েছে। বাইকটি একটি সম্পূর্ণ নতুন স্পোর্টি ডিজাইনের সাথে আসবে, যার মধ্যে রয়েছে একটি শার্প ফ্রন্ট ফ্যাসিয়া এবং অ্যাগ্রেসিভ ফেয়ারিং ডিজাইন, মসৃণ টেইল সেকশন এবং লাইসড হ্যান্ডেলবার। এটি ২১০ cc, লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হবে যা ২৫ bhp পাওয়ার এবং ৩০Nm টর্ক জেনারেট করবে। এতে ছয়-স্পীড গিয়ারবক্স দেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button