নিউজরাজ্য

Health ATM: বিরাট সুখবর, এবার রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য রক্ষায় নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ, আসছে হেলথ ATM

হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেডের তৈরি এই হেলথ এটিএম ইতিমধ্যেই বেঙ্গল কেমিক্যাল এর ডালহৌসি সদর দপ্তরে চলে এসেছে বলে জানানো হয়েছে

Advertisement
Advertisement

সরকারি চিকিৎসা এবারে আরো নতুনত্ব আনতে চলেছে রাজ্য সরকার। রোগীরা পেয়ে যাবেন আরো বেশি সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এবারে পাঁচ মিনিটে ৫৫ টি পরীক্ষা হয়ে যাবে একেবারে নিখরচায়। সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, লিপিড প্রোফাইল থেকে শুরু করে, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, এমনকি ব্লাড গ্রুপের টেস্ট হয়ে যাবে সহজে। এছাড়াও হিমোগ্লোবিন, বিএমআই এবং ক্রিয়েটিনিন সহ আরো অজস্র সূচকের পরীক্ষা হয়ে যাবে। এমনকি চোখ পরীক্ষার ব্যবস্থা থাকছে। এই সুবিধা পেয়ে যাবেন রাজ্য সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের কর্মচারীরা।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি এই সরকারি ভবনগুলি হল নবান্ন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যসাথী, বিকাশ ভবন এবং কলকাতা পুরসভার সদর দপ্তর। রাজ্য সরকার এবং বেঙ্গল কেমিক্যাল এর যৌথ উদ্যোগে এই রোগ নির্ণয় এবং রক্ত পরীক্ষার হাইটেক যন্ত্র কাউড ক্লিনিক হেলথ এটিএম আনা হচ্ছে। সূত্রের খবর এর ফলে উপকৃত হবেন প্রায় কয়েক হাজার সরকারি কর্মী এবং পুরসভার কর্মী এবং আধিকারিকরা। এই সমস্ত পরীক্ষা যে কোন বেসরকারি ল্যাবরেটরি থেকে করাতে হলে কয়েক কোটি টাকা খরচ হয়ে যায়। আর এই খরচ বহন করতে হয় রাজ্যকে। তাই এবারে রাজ্যের ভাড়ার থেকে আর অতিরিক্ত খরচ করতে হবে না।

Advertisement

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হেলথ এটিএম এর বেশ কিছু সুবিধা রয়েছে বলে জানা গিয়েছে। প্রথমত এখানে প্রবেশ করে নিজের তথ্যাবলী জানিয়ে দিলে সেই ইনফরমেশন রেকর্ড হয়ে যাবে ক্লাউডে। ফলে যতবার রোগী পরীক্ষা করাবেন ততবার আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের তুলনা করার সুযোগ পাওয়া যাবে।

Advertisement
Advertisement

দ্বিতীয়ত প্রত্যেকটি রিপোর্ট ইমেল এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সেই রোগীর কাছে। তৃতীয় রিপোর্টের পাশাপাশি কি ধরনের ডায়েট প্ল্যান করলে সেই ব্যক্তি নীরোগ এবং ফিট থাকবেন সেটাও জানিয়ে দেবে এই মেশিন। চতুর্থত, কিউআর কোড লাগানো ব্যক্তিগত হেলথ কার্ড বেরিয়ে আসবে এই মেশিন থেকে। পঞ্চমত, প্রয়োজনে ডাক্তারের সঙ্গে ভিডিও বা অডিও কলে কথা বলার সুযোগ পাওয়া যাবে এই যন্ত্রের মাধ্যমে।

Advertisement

Related Articles

Back to top button