আন্তর্জাতিকনিউজ

আততায়ী হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী

Advertisement
Advertisement

তেহরান: ইরানে একের পর এক আততায়ী হামলা হয়ে চলেছে। কার্যত একাধিকবার চলতি বছরের রক্তাক্ত হয়েছে ইরান। আর এবার বন্দুকধারী আততায়ীদের হামলায় নিহত হলেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরেজাদেহকে৷ এই ঘটনার পেছনে চিরশত্রু ইজরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছে ইরান সরকার।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, নিজের নিরাপত্তারক্ষীদের সঙ্গেই তেহরানের কাছে আবসার্দ শহরে দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলেন ওই পরমাণু বিজ্ঞানী৷ তখনই বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে হামলা চালায়৷ ফখরেজাদেহের নিরাপত্তারক্ষীরা পাল্টা জবাব দিলেও গুলিতে গুরুতর আহত হন ওই প্রবীণ বিজ্ঞানী৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে কোন লাভ হয় না। বলতে পারা যায় যে, শেষ রক্ষা হল না। হাসপাতালে নিয়ে গেলে তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ স্বাভাবিকভাবেই দেশের শীর্ষ পরমাণ বিজ্ঞানীর মৃত্যুতে ইরানের বিজ্ঞান মহলে শোকের ছায়া নেমে এসেছে

Advertisement

সবসময়ই ইরান ও ইজরায়েলের সম্পর্ক তিক্ততার। তবে এই ঘটনায় সম্পর্কক আরও কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। তবে যা মনে করা হচ্ছে তাতে এটাই বলা যায় যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত আরও কয়েকগুণ বেড়ে যাবে। ইতিমধ্যেই ইরানের সরকারি আধিকারিকদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, তারা দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যার বদলা নেবে। যদিও এ ঘটনায় শুধু ইজরায়েল নয়, আমেরিকা হাত থাকতে পারে বলেও সন্দেহ করছে ইরান।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button