বিনোদনবলিউডভাইরাল & ভিডিও

Sapna Chaudhary: ভাইরাল হয়ে উঠল স্বপ্না চৌধুরীর রোমান্টিক নাচ, দেখে নিয়ন্ত্রণ হারালেন দর্শক

আজকাল তো স্বপ্না চৌধুরীর স্টেজ শোতে ভিড় যেকোনো কর্নসাটকে ছাপিয়ে যাবে

Advertisement
Advertisement

বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী একটা ব্র্যান্ড হয়ে উঠেছে।

Advertisement
Advertisement

স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তা

সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তা ব্যাপক। আজকালকার বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যায় এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার বিশাল। তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করলে আট থেকে আশি সকলেই ভিড় জমান। তাঁর পারফরমেন্সের সময় হাজার হাজার লোক ভিড় করেন। গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ হয় সকলের। এমনকি আজকাল তো তার স্টেজ শোতে ভিড় যেকোনো কর্নসাটকে ছাপিয়ে যাবে। আর তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ যাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন।

Advertisement

ভাইরাল ভিডিওতে নাচের বিবরণ

এবার সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা গিয়েছে লাস্যময়ী কায়দায় ব্যাপক নাচ করছেন হরিয়ানভি কুইন। তাঁর উপস্থিতিতে ভিড় উপচে পড়ে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। স্টেজে স্বপ্না চৌধুরী তাঁর জনপ্রিয় হরিয়ানভি গান ‘খুলে খুলে বাল‘ এর তালে তুমুল নাচ করেছেন। স্বপ্নাকে গানের তালে একের পর এক লাস্যময়ী কায়দায় স্টেপ করতে দেখা গেছে। সাথে তাঁর বোল্ড এক্সপ্রেশন দেখে অবাক হবেন আপনিও। এই ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button