ক্রিকেটখেলা

কবে ভারতীয় দলে খেলতে দেখা যাবে হার্দিক কে? কী আপডেট দিলেন সৌরভ গাঙ্গুলী

Advertisement
Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে শেষবারের মতো হার্দিক পান্ড্যকে ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। তারপর চোট সমস্যার জন্য বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে তিনি। সম্প্রতি বান্ধবীর সঙ্গে বিদেশের মাটিতে দেখা গেছে তাকে। কিন্তু কবে আবার তাকে ভারতীয় দলে খেলতে দেখা যাবে সেটাই এখন বড় প্রশ্ন। হার্দিকের পুরোপুরি ফিট হয়ে ওঠার অপেক্ষায় ভারতীয় নির্বাচক সহ তার ভক্তগন।

Advertisement
Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাকে ভারতীয় দলের সঙ্গে পাঠাতে চেয়েছিলেন নির্বাচকরা কিন্তু তিনি নির্দিষ্ট ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় তা হয়ে উঠেনি। কিন্তু তাকে কি নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য দলে পাওয়া যাবে? এই প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেট অলিন্দে ঘোরাফেরা করছে। গতকাল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরের পর তা আর মনে হচ্ছে না।

Advertisement

আরও পড়ুন : IPL 2020 : কখন কখন শুরু হবে আইপিএলের খেলা, জানাল সৌরভ গাঙ্গুলি

Advertisement
Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় এব্যাপারে জানিয়েছেন, “হার্দিক ফিট নয়, সে এখনও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসা নিচ্ছেন। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। তাই এই মুহূর্তে হার্দিকের ঘরোয়া ক্রিকেটে খেলার কোন সম্ভাবনাই নেই।” ২১ শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। এই সিরিজে হার্দিককে কি দলে পাওয়া যাবে? দল ঘোষণা হওয়ার আগে কি তিনি চূড়ান্ত ফিট হয়ে উঠতে পারবেন? সেটাই এখন বড়ো প্রশ্ন।

Advertisement

Related Articles

Back to top button