খেলাক্রিকেট

WTC Final 2023: কেএস ভরতের উপর নেই আস্থা, ঋদ্ধিকেই চান ভাজ্জি! দল নির্বাচকদের কাঠগড়ায় তুললেন ভারতের প্রাক্তনী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শক্তিশালী স্কোয়াড নিয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি এবার দল নির্বাচকদের কাঠগড়ায় তুললেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং।

×
Advertisement

হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনাল খেলবে ভারত। ইতিমধ্যে আইপিএলের কর্মযজ্ঞ সমাপ্ত করে বিরাট কোহলিরা উড়ে গেছেন সুদুর ইংল্যান্ডে। সেখানে অনুশীলনও শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। যার একাধিক ভিডিও ফুটেজ এবং ছবি বর্তমানে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements
Advertisement

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শক্তিশালী স্কোয়াড নিয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি এবার দল নির্বাচকদের কাঠগড়ায় তুললেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং। তার কথায় এটা স্পষ্ট যে, তিনি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসরে ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএস ভরতের উপর আর আস্থা রাখতে পারছেন না।

Advertisements

এদিন গনমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেন ঋদ্ধিমান সাহাকে দলের বাইরে রাখা হয়েছে আমি বুঝতে পারছি না। দল নির্বাচকরা কিসের উপর ভিত্তি করে ভারতের স্কোয়াড নির্বাচন করল, সেটাও আমি বুঝতে পারছি না। পারফরম্যান্স নাকি বয়স, কোনটি বাধা হয়ে দাঁড়ালো ঋদ্ধিমান সাহার জন্য?’

Advertisements
Advertisement

তিনি আরও বলেন, ‘ঋষভ পন্থের অনুপস্থিতিতে নিঃসন্দেহে ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত ছিল ঋদ্ধিমান সাহার। আইপিএলে নিজের ফর্ম ফিরে পেয়েছেন তিনি। তাছাড়া অভিজ্ঞতার বিচারে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন কেএস ভরতের চেয়েও। পাশাপাশি চাপের মুখে দলের জন্য একাধিক বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় দলে তার অনুপস্থিতি এক কথায় কল্পনা করা যায় না।’

Related Articles

Back to top button