ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মুখে মুখে প্রচার হবে আপনার কোম্পানির নাম, প্রত্যেক দিন আয় করবেন হাজার হাজার টাকা

×
Advertisement

ব্যবসা বড় করার জন্য মার্কেটিং খুব জরুরি। শুধু মাত্র মার্কেটিংয়ের জন্য অনেকেই প্রচুর টাকা খরচ করে থাকেন। আবার এটাও ঠিক যে মার্কেটিং করার বিভিন্ন মেথড রয়েছে। আজ আমরা এমন একটি ব্যবসার কথা আপনাদের বলতে চলেছে যেখানে মার্কেটিংয়ের জন্য কোনো টাকা লাগবে না। অথচ লোকের মুখে মুখে প্রচার হয়ে যাবে আপনার কোম্পানির নাম।

Advertisements
Advertisement

আজকের জরিবুটি বা হার্বাল প্রোডাক্টের আলাদা কদর রয়েছে বাজারে। হার্বাল প্রোডাক্টের সাহায্যে নিরাপদে অনেক জটিল সমস্যার সমাধান করা যায়। চুল পড়া এমন একটা সমস্যা যেটা সমাজের প্রায় সকল মানুষকে ফেস করতে করতে হচ্ছে। এই সমস্যা নিরসন করার জন্য আপনি শুরু করতে পারেন হার্বাল প্রোডাক্টের ব্যবসা। চুলের জন্য হার্বাল তেল ছাড়াও আরো অনেক রকমের প্রসাধনী ক্রমে বিক্রি করার সুযোগ চলে আসবে কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে।

Advertisements

Business idea 2023

Advertisements
Advertisement

হার্বাল প্রোডাক্টের ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুঁজির দরকার হয় না। যাদের নিজস্ব বাগান রয়েছে বা গ্রামের দিকে থাকেন তাদের জন্য এই কাজ শুরু করা খুবই সহজ। একবার আপনার তৈরি করা ভেষজ প্রোডাক্ট থেকে মানুষ উপকার পেলে সেটা মুখে মুখে ছড়িয়ে যাবে আরও বৃহৎ পরিধিতে। অফলাইনের পাশাপাশি অনলাইন মাধ্যমেও ব্যবসা করতে পারবেন।

একটা প্রোডাক্ট বোতলের ওপর মোটামুটি প্রফিট মার্জিন থাকে তিরিশ শতাংশ। এক পেটি হার্বাল তেল বিক্রি করতে পারলে এক দিনে আয় করতে পারবেন দশ হাজার টাকা। বড় ব্যবসা হলে লাভ আরও বেশি। হোলসেলারদের কাছেও সরাসরি বিক্রি করতে পারবেন। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে লাইসেন্স পাওয়া জরুরি।

Related Articles

Back to top button