সৌন্দর্যজীবনযাপন

Hair Fall Solution: চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি চান! অনুসরণ করুন এই ঘরোয়া টোটকাগুলি

Advertisement
Advertisement

প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকে সাজাতে। তবে অনেকসময় চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয় একাধিক মানুষকে। আর সেই সমস্যা থেকে মুক্তি পেতে নানা ধরনের পথ অবলম্বন করেন অনেকেই। তবে সবসময় সেগুলি উপকারী হয় না চুলের পক্ষে। বলাই বাহুল্য, এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যা চুলে প্রয়োগ করা হলে নিমেষেই দূর হতে পারে অসময়ে চুল ঝরে যাওয়ার সমস্যা।

Advertisement
Advertisement

১) নারকেল তেল- পরিমাণমতো নারকেল তেল নিয়ে গোটা মাথায় ভালো করে মেখে নিতে হবে। এমন করে তেল মাখতে হবে যাতে চুলের গোড়ায় সেটি পৌঁছায়। এটি গভীরে গিয়ে চুলের গোড়াকে মজবুত করে। পাশাপাশি চুলের কোমলতাও বজায় রাখে। অন্ততপক্ষে তেল মাখার এক ঘন্টা পরেই স্নান করতে হবে।

Advertisement

২) মেথি- এটি যেকোন গৃহস্থ বাড়িতেই থাকে। একটি পাত্রতে বেশ কিছুটা মেথি ভিজিয়ে রাখতে হবে। এরপরে সেই জল ছেঁকে নিয়ে মেথির পেস্ট বানিয়ে নিতে হবে। আর সেই পেস্ট চুলে লাগিয়ে এক ঘন্টা ছেড়ে দিতে হবে শুকানোর জন্য। তারপরেই নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে চুল। এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

Advertisement
Advertisement

৩) আমলা- আমলার রস চুলের জন্য খুবই উপকারী। এই রস মাথার ত্বককে আদ্র রাখতে সহায়তা করে। এই রস অন্ততপক্ষে আধ ঘন্টা চুলে লাগিয়ে রাখার পরেই শ্যাম্পু করে নিতে হবে।

৪) দই- দই হল প্রবায়োটিক সমৃদ্ধ উপাদান। এটি অ্যাসিডিক পিএইচ তৈরি করে। এটি মাথার ত্বককে সতেজ রাখে। এই প্রক্রিয়া অবলম্বন করলে প্রথমে মাথায় দই লাগিয়ে আধঘন্টা রেখে দিতে হবে। পরে ভালো করে শ্যাম্পু করে মাথা ধুয়ে নিতে হবে।

৫) ভিটামিন- ঘন কালো সুস্থ চুলের জন্য প্রয়োজন ভিটামিন ই, ভিটামিন ডি ও ভিটামিন এইচ। এই তিনটি ভিটামিনের অভাবে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। ফলে যদি এই তিনটে ভিটামিনের অভাব পূরণ করা যায় তাহলেই, চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement

Related Articles

Back to top button