দেশনিউজ

General Provident Fund: সুদের হার ঘোষণা হল প্রভিডেন্ট ফান্ডে, এবার কী আরও বেশি টাকা আসবে অ্যাকাউন্টে?

জিপিএফ হল একটি ধরনের ভবিষ্যৎ তহবিল যা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য

Advertisement
Advertisement

202৪-এর জানুয়ারি- মার্চ ত্রৈমাসিকের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা করেছে সরকার। ভারতীয় সরকার কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের জন্য সরকারি কর্মচারীদের জন্য জিপিএফ-এ সুদের হার পূর্বের মতোই ৭.১% বহাল থাকবে। এই সুদের হার পূর্বের তিন মাসের জন্যও একই ছিল।

Advertisement
Advertisement

আপনি কি জানেন GPF কি? জিপিএফ হল একটি ধরনের ভবিষ্যৎ তহবিল যা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। সরকারি কর্মচারীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ জিপিএফ-এ জমা করতে হয়। এই তহবিল থেকে সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর বা অসুস্থতার কারণে আর্থিক সহায়তা পান।

Advertisement

জিপিএফ-এ সুদের হার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপর নির্ভর করে। ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষের দিকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৪% স্থির করে। এই রেটের উপর ভিত্তি করে জিপিএফ-এ সুদের হার ৭.১% নির্ধারণ করা হয়েছে।জিপিএফ-এ সুদের হার স্থিত থাকায় সরকারি কর্মচারীদের জন্য এটি একটি সুখবর। তবে, মুদ্রাস্ফীতির হারের তুলনায় এই সুদের হার অনেক কম। তাই, জিপিএফ-এ জমানো অর্থের মূল্য দিন দিন কমে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button