দেশনিউজ

পাঁচ রাজ্যে কয়েক কোটি টাকার ফসল নষ্ট, এবার পঙ্গপাল রুখতে একাধিক ব্যবস্থা কেন্দ্রের

Advertisement
Advertisement

পঙ্গপালের দলের হানায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হরিয়ানা। কোটি কোটি টাকার ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। কয়েক হেক্টর জমির ফসল কয়েক মূহুর্তে শেষ করে ফেলেছে এই পঙ্গপাল। প্রথম থেকে পঙ্গপালের হানার বিষয়ে সতর্ক করা হলেও উপযুক্ত পদক্ষেপ নেয়নি কেন্দ্র। যার ফলে ক্ষতি হয়েছে ওই জেলা গুলির চাষিদের ব্যবসায়। এবার পঙ্গপালদের উপদ্রব বন্ধ করতে ব্যবস্থা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement

জেলা প্রশাসন ও রাজ্য সরকারের মিলিত প্রয়াসে কয়েকটি দপ্তরের সাহায্যে পঙ্গপালের উপদ্রবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের তরফে কয়েকটি বিষয় অবগত করা হয়েছে। পাঁচটি রাজ্যে ২০০টি পঙ্গপাল নিয়ন্ত্রক দপ্তর স্থাপন করা হয়েছে। রাজস্থানে ২১ টি, পাঞ্জাবে ১টি, মধ্যপ্রদেশে ১৮ টি ও গুজরাটের ২ টি জেলায় বিভিন্ন উপায়ে পঙ্গপালের উপদ্রব নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয়েছে। নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে, কীটনাশক ছড়ানোর জন্য দমকলের ৮৯টি ইঞ্জিন, ৪৭টি পঙ্গপাল নিয়ন্ত্রক যান, ১২০টি পর্যবেক্ষক যান, ৮১০টি ট্রাক্টর।

Advertisement

কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের তরফে জানান হয়েছে, এখনো পর্যন্ত মোট পাঁচটি জেলায় পঙ্গপালের দল হানা দিয়েছে। ড্রোনের মাধ্যমে সমস্ত পরিস্থিতির উপর সবসময় নজর রাখা হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও পাঞ্জাবে হানা দিয়েছে এই পঙ্গপাল। এবার অনুমান করা হচ্ছে রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশের দিকেও ধেয়ে যেতে পারে পঙ্গপাল। আগামীতে ওড়িশা, বিহার এমনকি পশ্চিমবঙ্গেও হানা দিতে পারে এই পঙ্গপাল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button