ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজ

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বিরাট বড় লটারি, ডিএ বকেয়া নিয়ে বড় আপডেট

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুন সুখবর আসতে চলেছে আগামী বাজেটে

Advertisement
Advertisement

আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন তাহলে এই খবরটা আপনার জন্য বিশেষ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি বছরের প্রথমার্ধে কর্মীরা মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা করছেন। পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে মার্চ মাসে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফ থেকে জানা যাচ্ছে ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা আবার দেওয়া হবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা করোনার সময় থেকে আর মহার্ঘ ভাতা পাননি। কেন্দ্রীয় সরকার ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত ১৮ মাসের ভাতা দেয়নি। একই সময়ে যখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে, তখন এই বকেয়া পরিশোধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সুনির্দিষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি। তবে এবারে মনে করা হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

Advertisement
Advertisement

এখন এই আঠারো মাসের বকেয়া সম্পর্কে সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সমস্যাগুলি পুরোপুরি সমাধানের জন্যই সেই সময়ের জন্য মহার্ঘ ভাতা বন্ধ করা হয়েছিল। তবে এখন দেশ করোনা থেকে মুক্তি পাচ্ছে এবং আর্থিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। সেই কারণেই কর্মচারীরা দাবি রাখছেন যাতে আসন্ন বাজেটে ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হয়। মুকেশ সিং আরো বলছেন, এই সমস্ত কিছু মাথায় রেখেই, আমরা এই দাবী জানাচ্ছি। আমি বুঝতে পেরেছি সরকার করোনাভাইরাসের সময়ে রোগের মোকাবিলা করার জন্য অর্থ বিতরণ করেছে। আমি বিশ্বাস করি, মহার্ঘ ভাতা বকেয়া মুক্তি দিয়ে আমাদের কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের এবারে সুবিধা করা উচিত সরকারের।

Advertisement

অন্যদিকে কেন্দ্রীয় সরকার সাধারণত জানুয়ারি এবং জুলাই মাসে বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে থাকে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ করেছে এইবারে যা আগে ছিল ৪২ শতাংশ। আবারো চার থেকে পাঁচ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা। এই বৃদ্ধি প্রায় ৪৮.৬৭ লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগীকে উপকৃত করবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button