নিউজদেশ

Gold Hallmark Rule: এবার হবে ৬ ডিজিটের সোনার হলমার্কিং, কেনার আগে আসল কিনা যাচাই করুন এই উপায়ে

১ লা এপ্রিল থেকে সোনার গায়ে থাকবে ৬ ডিজিট ইউনিক হলমার্ক কোড

Advertisement
Advertisement

চলতি সপ্তাহের শুরুতে সব রেকর্ড ভেঙে সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের আগস্ট মাসের রেকর্ডও ভেঙেছে এই কয়েকদিনের রেট। ফলে মাথায় হাত পড়েছিল ক্রেতা বিক্রেতা উভয়ের। গতকাল সোনার দাম সামান্য কমলেও বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই ১০ গ্রাম খাঁটি সোনার দাম ৬০ হাজার ও ১ কেজি রুপোর দাম ৮০ হাজারের স্তরে পৌঁছে যাবে। এই নিয়ে যথেষ্ট চিন্তায় ক্রেতা বিক্রেতারা। এর মাঝেই আমূল পরিবর্তন হল হলমার্ক সোনায়। ঠিক কি পরিবর্তন হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

গোল্ড হলমার্ককে আগে থাকতো চারটি ডিজিট। গত ১ লা এপ্রিল থেকে সোনার গায়ে থাকবে ৬ ডিজিট ইউনিক হলমার্ক কোড। এই নতুন ব্যবস্থার ফলে ক্রেতারা এবার থেকে মোবাইল অ্যাপে গিয়ে গয়নায় বসানো হলমার্ক খাঁটি কিনা তা জানতে পারবেন। সঙ্গে সেই গয়নার বিস্তারিত বিবরণ এবং কোন হলমার্ক সেন্টারে এই হলমার্কটি পড়েছে, ঘরে বসেই পেয়ে যাবেন সেই বিবরণও। এই মোবাইল অ্যাপ এনেছে Bureau of Indian Standard বা BIS।

Advertisement

BIS এর নতুন অ্যাপের নাম BIS Care অ্যাপ। আপনি এটি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর নিজের গয়নার গায়ে বসানো ৬ ডিজিটের হলমার্ক নম্বর টাইপ করলেই সেই গয়নার ইতিহাস চলে আসবে আপনার মোবাইল স্ক্রিনে। পাশাপাশি যাদের পুরনো গয়না রয়েছে তারাও তাদের গয়নায় ৬ ডিজিট হলমার্ক নম্বর লেখাতে পারেন সামান্য খরচে। সকলকেই তাঁদের পুরনো গয়নায় নতুন হলমার্ক বসিয়ে নিতে হবে। এজন্য মোট ৫১ টাকা খরচ পড়বে। পুরনো গয়নায় নতুন হলমার্ক বসাতে পড়বে ৪৫ টাকা, সঙ্গে ৬ টাকা জিএসটি। এর অর্থ, এবার থেকে ৫১ টাকা খরচ করে যে কোনও সালের, যে কোনো ওজনের পুরনো গয়নায় নতুন হলমার্কিং করিয়ে নিতে পারবেন সাধারণ মানুষ। সোনা খাঁটি যাচাই করা এত সোজা হয়ে যাওয়ায়, সোনা কেনাবেচায় অনেক বেশি স্বচ্ছতা আসবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button