বলিউডবিনোদন

Giorgia Andriani: জিম পোশাকে এমন স্টাইলে রাস্তায় বেরলেন আরবাজ প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানি, ভাইরাল ঝলক

×
Advertisement

আরবাজ খান বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ভাইজানের ভাই তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও।

Advertisements
Advertisement

জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল এবং অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চার আলোয় থাকতে দেখা গিয়েছে আরবাজ প্রেমিকাকে। উল্লেখ্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নজর কেড়েছে নেটজনতার একাংশের। খুব স্বাভাবিকভাবেই ভিডিওতে আরবাজ প্রেমিকার বোল্ড লুক নজর এড়ায়নি। রইল সেই ঝলকই।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে জিম পোশাকেই দেখা গিয়েছে এই মুম্বাই শহরের রাস্তায়। এদিন খোলা চুলে আরবাজ প্রেমিকা ক্রিম রঙের একটি ক্রপটপ ও কালো শর্টস পরেছিলেন। চোখে রোদচশমার পাশাপাশি ছিল পায়ে স্নিকার্সও। এদিন জিম থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। হাসি মুখে দিয়েছিলেন পোজও। এই মুহূর্তে ইনস্টার ‘ভুম্পলা’ নামের অফিসিয়াল পেজ থেকে অভিনেত্রীর এই ঝলকটি শেয়ার করে নেওয়া হয়েছে। আপাতত, সেই সূত্রেই আবারো একাংশের মাঝে পুনরায় চর্চার আলো কেড়েছেন তিনি।

Related Articles

Back to top button