Today Trending Newsআন্তর্জাতিক

পাকিস্তানে গজনভি ফোর্স তৈরী করা হচ্ছে, নিশানায় কাশ্মীর! গোয়েন্দা সূত্রে খবর

Advertisement
Advertisement

১৪ ফেব্রুয়ারী ২০১৯ এ অভিশপ্ত পুলওয়ামা হামলার প্রাণ হারায় ভারতীয় বীর জওয়ানরা, সেই হামলার বর্ষপূর্তি আজ, আর তার আগে থেকেই আরও একবার সেই ছকেই হামলা চালানোর জন্য জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছে পাকিস্তান। পাকিস্তানের গুপ্তচর আইএসআইয়ের অধীনে গজনভি ফোর্স তৈরী করা হচ্ছে ,যাতে সামিল হয়েছে জইশ -ই -মহম্মদ, সাহায্য করছে লস্কর শিবির ও পাকিস্তানের আনসার গাজওয়াত জঙ্গি শিবির।ভারতে আইইডি বিষ্ফোরণের ছক কষছে পাকিস্তান, পুলওয়ামার মতোই একই পদ্ধতিতে বিষ্ফোরণের প্রশিক্ষন দিয়ে তৈরী করা হচ্ছে গজনভি বাহিনীকে।

Advertisement
Advertisement

২০১৯-র ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF কনভয়ে জইশ-এ-মহম্মদ হামলায় প্রাণ হারান ৪০- এরও বেশি জওয়ান। সেই অভিশপ্ত দিনের বর্ষপূর্তি আজ। গত বছর ভয়ঙ্কর জঙ্গি হানায় কেঁপে ওঠে কাশ্মীর, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরার লেটাপোরার কাছে একটি গাড়ি কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে ধরে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ২৫০০ জওয়ানের একটি কনভয়। আটাত্তরটি গাড়ির ওই বিশাল কনভয়ই ছিল জঙ্গিদের টার্গেট।

Advertisement

পুলওয়ামার অবন্তীপুরার কাছে কনভয় পৌঁছতেই, উলটো দিক থেকে একটি এসইউভি গাড়ি কনভয়ের কাছাকাছি চলে আসে। তারপরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে পাশে থাকা চুয়ান্ন নম্বর ব্যাটেলিয়নের বাসটি উড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু জওয়ানের, জওয়ানদের রক্তাক্ত দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেই হামলার দায়ভার স্বীকার করছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ, হামলাকারী ছিল পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জইশ-ই- মহম্মদ সদস্য।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button